নয়াদিল্লি: রিও অলিম্পিকের শুভেচ্ছাদূত হিসেবে সলমন খানের নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলের কড়া সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। এবার সেই সমালোচনায় ইতি টানতে ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার সচিন তেন্ডুলকর এবং অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ.আর রহমানের কাছে অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব নিয়ে গেল আইওএ।
সূত্রের দাবি যদিও দুই তারকার কাছ থেকেই এখনও পর্যন্ত এবিষয়ে কোনও উত্তর পাওয়া যায়নি। আইওএ-র সহ-সভাপতি তারলোচন সিংহ জানিয়েছেন, সলমন থাকবেন। তবে তাঁকে ছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিত্বকে তাঁরা ভারতের শুভেচ্ছাদূত হিসেবে পাঠাতে চান অলিম্পিকের মঞ্চে।

অলিম্পিকে শুভেচ্ছাদূত হিসেবে সলমনের নাম ঘোষণা হওয়ার পরই সারা দেশজুড়ে সমালোচনা শুরু হয়। কড়া ভাষায় আক্রমণ করেন তারকা কুস্তিগীর যোগেশ্বর দত্ত এবং ক্রীড়াবিদ মিলখা সিংহ। যোগেশ্বর টুইট করে বলেন, সলমন এখনও অবধি এমন কিছু করেননি, যার জন্যে তিনি এই ভূমিকায় অলিম্পিকের মঞ্চে যেতে পারেন। কিন্তু এত সমালোচনার পরও নিজেদের সিদ্ধান্তে অটল থেকে আইওএ জানায়, তাঁরা বিভিন্ন ক্ষেত্র থেকে ব্যক্তিত্বদের নির্বাচিত করছেন শুভেচ্ছাদূত হওয়ার জন্যে, কারণ এরফলে প্রত্যেককেই অলিম্পিকের জন্যে উদ্বুদ্ধ করা যাবে।

প্রসঙ্গত আইওএ সলমনের নাম শুভেচ্ছাদূত হিসেবে যখন ঘোষণা করেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন মেরি কম, হকি দলের অধিনায়ক সর্দার সিংহ এবং শ্যুটার অপূর্বি চান্ডেলাও। কিন্তু সকলকে এড়িয়ে আইওএ সলমনের নামই ঘোষণা করে।