পিচাই আরও বলেছেন, ‘আমি যখন প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসি, তখন বেসবল খেলাটা শেখার চেষ্টা করতাম। সেটা আমার কাছে কঠিন বিষয় মনে হত। তবে আমি গর্বিত যে প্রথম ম্যাচেই বল মারতে পেরেছিলাম। সেটা ক্রিকেটে ভাল শট হত। তবে কেউ আমার খেলার প্রশংসা করেনি। আমি ক্রিকেটের মতো করেই বেসবল খেলতাম। পরে বুঝতে পারি, বেসবল খেলাটা কঠিন।’
বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত, ভবিষ্যৎবাণী গুগল সিইও সুন্দর পিচাইয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2019 01:56 PM (IST)
তাঁর আশা, চ্যাম্পিয়ন হবেন বিরাট কোহলিরাই।
NEXT
PREV
ওয়াশিংটন: এবারের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। এমনই ভবিষ্যৎবাণী করলেন গুগল সিইও সুন্দর পিচাই। তাঁর আশা, চ্যাম্পিয়ন হবেন বিরাট কোহলিরাই। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে পিচাই বলেছেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভারত ও ইংল্যান্ডের মধ্যে হওয়া উচিত। অবশ্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও খুব ভাল দল। তবে আমি ভারতের হয়ে গলা ফাটাচ্ছি।’
পিচাই আরও বলেছেন, ‘আমি যখন প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসি, তখন বেসবল খেলাটা শেখার চেষ্টা করতাম। সেটা আমার কাছে কঠিন বিষয় মনে হত। তবে আমি গর্বিত যে প্রথম ম্যাচেই বল মারতে পেরেছিলাম। সেটা ক্রিকেটে ভাল শট হত। তবে কেউ আমার খেলার প্রশংসা করেনি। আমি ক্রিকেটের মতো করেই বেসবল খেলতাম। পরে বুঝতে পারি, বেসবল খেলাটা কঠিন।’
পিচাই আরও বলেছেন, ‘আমি যখন প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসি, তখন বেসবল খেলাটা শেখার চেষ্টা করতাম। সেটা আমার কাছে কঠিন বিষয় মনে হত। তবে আমি গর্বিত যে প্রথম ম্যাচেই বল মারতে পেরেছিলাম। সেটা ক্রিকেটে ভাল শট হত। তবে কেউ আমার খেলার প্রশংসা করেনি। আমি ক্রিকেটের মতো করেই বেসবল খেলতাম। পরে বুঝতে পারি, বেসবল খেলাটা কঠিন।’
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -