ওয়াশিংটন: এবারের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। এমনই ভবিষ্যৎবাণী করলেন গুগল সিইও সুন্দর পিচাই। তাঁর আশা, চ্যাম্পিয়ন হবেন বিরাট কোহলিরাই। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে পিচাই বলেছেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ভারত ও ইংল্যান্ডের মধ্যে হওয়া উচিত। অবশ্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও খুব ভাল দল। তবে আমি ভারতের হয়ে গলা ফাটাচ্ছি।’


পিচাই আরও বলেছেন, ‘আমি যখন প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে আসি, তখন বেসবল খেলাটা শেখার চেষ্টা করতাম। সেটা আমার কাছে কঠিন বিষয় মনে হত। তবে আমি গর্বিত যে প্রথম ম্যাচেই বল মারতে পেরেছিলাম। সেটা ক্রিকেটে ভাল শট হত। তবে কেউ আমার খেলার প্রশংসা করেনি। আমি ক্রিকেটের মতো করেই বেসবল খেলতাম। পরে বুঝতে পারি, বেসবল খেলাটা কঠিন।’