নয়াদিল্লি: বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ১০,০০০ রান সংগ্রহের রেকর্ড গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। গত বুধবার বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। ক্রিকেটের প্রতি ১০ বছরের আত্মনিবেদনের দৌলতে সচিন তেন্ডুলকরের ১৭ বছরের পুরানো দীর্ঘস্থায়ী রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের রান মেশিনের মুকুটে জুড়েছে নয়া পালক।
বিশাখাপত্তনমে স্মরণীয় ইনিংস খেলার পর কোহলি স্বীকার করেছেন যে, কেরিয়ারে একদূর পর্যন্ত আসতে পারবেন, তা কখনওই ভাবেননি তিনি। একইসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত ও গর্বিত বলেও জানিয়েছেন কোহলি।
বিসিসিআই টিভি-র সঙ্গে কথা বলতে গিয়ে কোহলি বলেছেন, 'আমি সত্যিই কৃতজ্ঞ ও নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। কিন্তু একইসঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত ও সম্মানিত বোধ করছি।একদিনের ক্রিকেট কেরিয়ারে এতদূর আসতে পারব বলে কোনওদিনই ভাবিনি। কিন্তু এমনটা হল। এজন্য আমি ওপরওয়ালার কাছে কৃতজ্ঞ'।
তিনি আরও বলেছেন, 'কেরিয়ারে এতদূর আসতে পারা এবং ১০ বছর ধরে খেলতে পারাটা আমার কাছে একটা বিশেষ বিষয়। এর কারণটা হল আমি এই খেলাকে প্রচুর ভালোবাসি এববং আর বেশি খেলতে চাই। এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এতদিন ধরে খেলতে পারায় আমি খুব খুশি। আসা করছি আগামী দিনে আরও কয়েক বছর খেলতে পারব'।
২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির রেকর্ড তাক লাগানো। ২১৩ একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৪৮ হাফসেঞ্চুরি ও ৩৭ সেঞ্চুরি সহ ১০,০৭৬ রান। গড় ৫৯.৬২।
তবে এই পরিসংখ্যানের দিকে নজর দেওয়ার পরিবর্তে ক্রিকেট খেলার ওপর গুরুত্ব দিচ্ছেন কোহলি। তিনি বলেছেন, 'এই পর্যায়ে আসতে পারব বা এই কৃতিত্ব অর্জন করতে পারব বলে কখনও ভাবিনি। সর্বদাই ভেবেছি, আমি ভারতের হয়ে খেলতে চাই। কেরিয়ারে এমন একটা দিন আসবে, তা কখনও ভাবিনি। এর মাধ্যমে বুঝেছি, খেলার প্রতি মনোনিবেশ করলে, সঠিক বিষয়গুলিতে মনোনিবেশ করলে একটা সময় এই জিনিসগুলি অপ্রাসঙ্গিক হয়ে যায়। আমার কাজ রান করা এবং দীর্ঘদিন ধরে তা করতে পারায় সেগুলি একত্রিত হয়েছে। কিন্তু প্রত্যেক ম্যাচে দলের কী প্রয়োজন ও যত বেশি সম্ভব রান করার দিকেই লক্ষ্য থাকা দরকার। দলের প্রয়োজনে যত বেশি সম্ভব রান করার দিকে লক্ষ্য রেখে আমি আমাদের শারীরিক ও মানসিক সক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছি। আমি সবসময়ই পরিস্থিতির ওপর নজর রাখি এবং ব্যাটে অবদানের মাধ্যমে দলকে সাহায্য করতে পেরে আমি খুশি'।
কোহলি আরও বলেছেন, 'দেশের হয়ে খেলাটা এক বড় সম্মানের বিষয়। ১০ বছর খেলার পরও আমি মনে করি না কোনও কিছু আমার প্রাপ্য। এখনও প্রতিটা রানের জন্য পরিশ্রম করতে হয়। আর এভাবেই আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করতে হয়। কারণ, আরও অনেকেই এই সুযোগ পেতে মুখিয়ে রয়েছে। এই অবস্থায় একই খিদে ও আবেগ ধরে রাখতে হয়। কোনও পর্যায়েই কোনও কিছুকে সহজভাবে নেওয়া যায় না'।