নয়াদিল্লি: তাঁর আদর্শ মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএলে ধোনির খেলা দেখে অনেক কিছু শিখেছেন বলে জানালেন ইংল্যান্ডের উইকেটকিপার জশ বাটলার।


করোনা সংক্রমণের জেরে আইপিএল স্থগিত হয়ে গিয়েছে। যদিও এবারের আইপিএল ধোনির প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠবে মনে করা হচ্ছিল। ধোনিকে ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে কি না, তা নিয়ে জোর জল্পনা। তাতে অবশ্য বাটলারের ধোনি-মুগ্ধতা কমছে না।

বাটলার বলেছেন, ‘ধোনি আমার আদর্শ। সবসময় কত কিছু ওকে তাড়া করে বেড়ায়। সব কিছু ঠাণ্ডা মাথায় সামলায়। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে চাপের মুখে প্রাণান্তকর পরিস্থিতিতে কীভাবে নিজের সেরাটা মেলে ধরতে হয়, সেটা ধোনিকে দেখলেই শেখা যায়।’

আইপিএলে বিদেশি ক্রিকেটার হিসাবে তাঁকে যে সব সময় পারফর্ম করার চাপ সামলাতে হয়, সেটাও জানিয়েছেন বাটলার। বলেছেন, ‘আইপিএলে মাঠে ও মাঠের বাইরে অনেক কিছু ঘটে। প্রচুর হুড়োহুড়ি। সব কিছু যেন দ্রুত ঘটে যায়। খেলার পাশাপাশি বিজ্ঞাপনের কাজ, স্পনসরদের অনুষ্ঠান, বিভিন্ন সাক্ষাৎকার। খেলা থেকে সুইচ অফ কীভাবে করব সেটা জানাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’ করোনা পরিস্থিতিতে ফাঁকা মাঠে খেলা হলে সেটা যে বেশ অদ্ভূত বিষয় হবে, সেটাও জানিয়েছেন বাটলার।