নয়াদিল্লি: দেশের গ্রিন জোনগুলিতে অর্থাত যেখানে করোনাভাইরাস সংক্রমণের তীব্রতা নেই, সেখানে লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করে বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্র। পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যও স্বাভাবিক জীবনযাত্রা পুনরায় শুরু করার লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছে।


গতকাল দিল্লি সহ একাধিক রাজ্যে মদের দোকান খুলতেই মুখে মাস্ক পরে জনতার ঢল নামে। শহরে শহরে মদের দোকানের বাইরে সোস্যাল ডিস্ট্যান্সিং বিধি শিকেয় তুলে পরস্পরের গা ঘেঁষাঘেঁষি করে লোকজন লাইনে দাঁড়ায়। কোথাও কোথাও ধাক্কাধাক্কি হয়, লাঠি চালাতে হয় পুলিশকে।





উত্তরাখণ্ডের একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে, নৈনিতালের মল রোডে তুষারঝড় উপেক্ষা করে লোকে মদ কেনার লাইনে দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক বিপর্যয়েও তাদের উত্সাহে ভাঁটা পড়েনি। দমে না গিয়ে অনেককে ছাতা মাথায় অপেক্ষা করতে দেখা যায়। যাদের ছাতা ছিল না, তারা বৃষ্টি, ঝড়ের মধ্যেই ঠায় দাঁড়িয়ে থাকে মদ কেনার আগ্রহে।





উত্তরাখণ্ডে করোনাভাইরাসের প্রকোপ তুলনামূলকভাবে অন্য রাজ্যগুলির চেয়ে কম। সেখানে সংক্রমিত হয়েছেন ৬০জন, মারা গিয়েছেন ১ জন।