মুম্বই: তিনি যে পেসারদের বিরুদ্ধে খেলেছেন, তাঁদের মধ্যে গ্লেন ম্যাকগ্রাকেই সেরা বলছেন রাহুল দ্রাবিড়। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘আমার প্রজন্মে অস্ট্রেলিয়া সেরা দল ছিল। যাদের বিরুদ্ধে খেলেছি, তাদের মধ্যে শুধু অস্ট্রেলিয়ারই নয়, সব দল মিলিয়ে সেরা পেসার গ্লেন ম্যাকগ্রা।’
নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান দ্রাবিড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি ম্যাচে অসাধারণ ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন। ২০০১ সালে ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের পার্টনারশিপ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা।
সেই রেকর্ডের অধিকারী দ্রাবিড় খেলা ছাড়ার এতদিন পরেও ম্যাকগ্রার প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেছেন, ‘ম্যাকগ্রা অসাধারণ বোলার ছিল। ওর মতো কেউ আমাকে অফ স্ট্যাম্প নিয়ে চ্যালেঞ্জ জানাতে পারেনি। বোলার হিসেবে ও নির্দয় ছিল। রান করার সুযোগই দিত না। দিনের শুরুতে হোক বা শেষের দিকে, ও একইরকম নিখুঁত বোলিং করে যেত। পেস, বাউন্স ছাড়াও ওর খেলা বোঝার ক্ষমতা ছিল অনবদ্য।’
ম্যাকগ্রাই আমার দেখা সেরা পেসার, বলছেন দ্রাবিড়
Web Desk, ABP Ananda
Updated at:
02 Dec 2016 06:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -