মাদ্রিদ: লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিলেন আটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড অন্টোনি গ্রিজম্যান। বিশ্ব ফুটবলের দুই মহাতারকাকে টপকে লা লিগার ২০১৫-১৬ মরশুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।
আটলেটিকোরই দিয়েগো সিমোন পেয়েছেন মরশুমের সেরা কোচের পুরস্কার। ইউরোপের বাইরের সেরা ফুটবলারের শিরোপা পেয়েছেন মেসির বার্সেলোনার সহ খেলোয়াড় লুইস সুয়ারেজ।
ভ্যালেন্সিয়াতে গতকালের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন মেসি। অনুষ্ঠানে ছিল বার্সারই জয়জয়কার। সেরা গোলরক্ষক হয়েছেন জ্যান ওবলাক, সেরা ডিফেন্টার দিয়েগো গোডিন। ফরাসি ফুটবলার গ্রিজম্যান ফ্যানস অ্যাওয়ার্ডও পেয়েছেন।
খালি হাতে ফেরেনি সিআর-৭-এর রিয়াল মাদ্রিদও। তাদের লুকা মোদ্রিক সেরা মিডফিল্ডার হয়েছেন।
মেসি-রোনাল্ডোকে টপকে লা লিগা-র সেরা ফুটবলার গ্রিজম্যান
ABP Ananda, web desk
Updated at:
25 Oct 2016 04:35 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -