মুম্বই: ভুল সিদ্ধান্তের জন্য খুব কাছে গিয়েও প্রথম শ্রেণির ক্রিকেটে পার্টনারশিপে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভাঙতে পারলেন না মহারাষ্ট্রের স্বপ্নীল গুগালে ও অঙ্কিত বাওয়ানে। রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে তাঁদের জুটিতে ওঠে ৫৯৪ রান। স্বপ্নীল অপরাজিত থাকেন ৩৫১ রানে এবং অঙ্কিত করেন অপরাজিত ২৫৮ রান। এরপরেই ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক স্বপ্নীল। তিনি পরে বলেছেন, বিশ্বরেকর্ডের কথা জানতেন না। সেই কারণেই ইনিংস ডিক্লেয়ার করে দেন। এত কাছে এসেও নিজের ভুলে বিশ্বরেকর্ড হাতছাড়া হাতছাড়া হওয়ায় আফশোস করছেন স্বপ্নীল।

প্রথম শ্রেণির ক্রিকেটে যে কোনও উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড শ্রীলঙ্কার প্রাক্তন দুই ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়বর্ধনের দখলে। তাঁরা ২০০৬ সালে কলম্বো টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় উইকেট জুটিতে ৬২৪ রান করেছিলেন। সেই রেকর্ড থেকে মাত্র ৩০ রান দূরে থেমে গেলেন মহারাষ্ট্রের দুই ব্যাটসম্যান।

বিশ্বরেকর্ড গড়তে না পারলেও, রঞ্জি ট্রফিতে অবশ্য পার্টনারশিপের নতুন রেকর্ড গড়েছেন স্বপ্নীল ও অঙ্কিত। তাঁরা বিজয় হজারে ও গুল মহম্মদের ৭০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। ১৯৪৬-৪৭ মরশুমে বরোদার হয়ে হোলকারের বিরুদ্ধে চতুর্থ উইকেট জুটিতে ৫৭৭ রান করেছিলেন হজারে ও মহম্মদ। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন স্বপ্নীল-অঙ্কিত।

প্রথম ইনিংসে মহারাষ্ট্র ২ উইকেটে ৬৩৫ রান করার পর দিল্লি দিনের শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছে। এই ম্যাচে বড় ব্যবধানে হার এড়ানোই এখন দিল্লির লক্ষ্য।