দার্জিলিং: এক ধসের ধাক্কা সামলে ওঠার আগে পাহাড়ে ফের ধস। রম্ভির স্মৃতিঝোরার পর এবার কার্শিয়ং শহরের পাশে রেললাইনে ধসে পড়ল বোল্ডার। বিপর্যস্ত যান চলাচল। বিপাকে পর্যটকরা।
শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাত্‍ ধস নামে কার্শিয়ং শহরের জিরো পয়েন্টে। গত তিন-চারদিন ধরে চলা বৃষ্টি  শুক্রবার সকাল থেকে থামায় যখন কিছুটা স্বস্তিতে পাহাড়বাসী, তখনই নামে ধস।
ধসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় টয় ট্রেনের লাইন। ব্যাহত হয় ৫৫ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। তবে টয় ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে। কারণ, ধসের জন্যই গত পাঁচ জুলাই থেকে কার্শিয়ং-নিউ জলপাইগুড়ি এবং কার্শিয়ং-শিলিগুড়ি রুটে টয় ট্রেন পরিষেবা বন্ধ। এখন শুধুমাত্র দার্জিলিং-কার্শিয়ং রুটে টয় ট্রেন পরিষেবা চালু।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রম্ভির স্মৃতিঝোরার কাছে নামে বড়সড় ধস। শিলিগুড়ি থেকে ডুয়ার্স, কালিম্পং, সিকিমের সঙ্গে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়ের জনজীবন। দ্রুত মেরামতি শুরু হলেও একটানা বৃষ্টিতে বিঘ্নিত হয় কাজ।
এদিন বৃষ্টি কমলেও নতুন করে ধস নামায় বিপাকে পাহাড়বাসী, বিপাকে পর্যটকরা। আবহাওয়া অনুকূল থাকায়, জোরকদমে চলছে দুই জায়গার মেরামতি।