প্রো কবাডি: ইউপি যোদ্ধাকে হারিয়ে লিগ ম্যাচে জয় গুজরাত ফরচুনজায়ান্টসের
ABP Ananda, Web Desk | 27 Jul 2019 10:37 AM (IST)
গুজরাতের হয়ে দুর্দান্ত খেলেছেন ভইন্সওয়াল, ৬টি ট্যাকল পয়েন্ট তুলেছেন তিনি। গতকালই প্রো কবাডিতে অভিষেক হল সুমিতের, প্রথম ম্যাচেই তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়ার মত।
হায়দরাবাদ: প্রো কবাডি লিগের সপ্তম সিজনের লিগ ম্যাচে জয় পেল গুজরাত ফরচুনজায়ান্টস। ইউপি যোদ্ধাকে ৪৪-১৯ ফলে হারালো তারা। দুটি ম্যাচের দুটিতেই জয় পেয়ে গুজরাত এখন লিগ টেবিলের শীর্ষে। গুজরাতের হয়ে দুর্দান্ত খেলেছেন ভইন্সওয়াল, ৬টি ট্যাকল পয়েন্ট তুলেছেন তিনি। গতকালই প্রো কবাডিতে অভিষেক হল সুমিতের, প্রথম ম্যাচেই তাঁর পারফরম্যান্স ছিল নজর কাড়ার মত। রোহিত গুলিয়া করেন সুপার ১০। উল্টোদিকে ইউপি যোদ্ধা পিছিয়ে পড়ে অনভিজ্ঞতার জেরে। মাত্র ৫টি ট্যাকল পয়েন্ট পায় তারা। এমনকী মনু গোয়াতের মত খেলোয়াড়ও কাল তেমন ছাপ ফেলতে পারেননি, মাত্র দুটি ট্যাকল পয়েন্ট পান তিনি। শচীন তানওয়ার কয়েকটি রেড পয়েন্ট তুলে গুজরাত ফরচুনজায়ান্টসকে প্রথম ৩ মিনিটেই ৩-১-এ এগিয়ে দেন। ইউপি যোদ্ধা ম্যাচে ফিরে এসে ৪-৪ করে দেয় কিন্তু এরপর তারা আর গুজরাতকে আটকাতে পারেনি। ১১ মিনিটের মাথায় ম্যাচে প্রতম অল আউট গিয়ে গুজরাত ফরচুনজায়ান্টস ১২-৫-এ এগিয়ে যায়। সফলভাবে মনু গোয়াতকে আটকে দেয় তারা, প্রথমার্ধের প্রায় ১৩ মিনিট গোয়াত কোর্টের বাইরে ছিলেন। ফলে ইউপি যোদ্ধা আরও চাপে পড়ে যায়, রেড পয়েন্ট পেতে হিমসিম খাচ্ছিল তারা। প্রথমার্ধের শেষে গুজরাত এগিয়ে ছিল ১৯-৯ পয়েন্টে।