গিলং (অস্ট্রেলিয়া): শেষ বলে ম্যাচ জিতে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও উত্তেজক লড়াই হল। সেখানেও বাজিমাত করল শ্রীলঙ্কা। ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের নায়ক আসেলা গুণরত্নে। এই নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টানা পাঁচটি টি-২০ ম্যাচে অপরাজিত শ্রীলঙ্কা। শুক্রবার সিরিজের প্রথম ম্যাচেও শেষ বলে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচের নায়ক ছিলেন চামারা কাপুগেদেরা। তিনি শেষ বলে চার মারেন। আজ শ্রীলঙ্কাকে জেতালেন গুণরত্নে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মোজেস হেনরিকস ৫৬ রানে অপরাজিত থাকেন। নুয়ান কুলশেখর ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভাল হয়নি। ১১৯ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। গুণরত্নে একা লড়াই করেন। শেষ চার ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫২ রান। হেনরিকসের বলে পরপর তিনটি ছক্কা এবং একটি বাউন্ডারি মারেন গুণরত্নে। এরপর শেষ ওভারে অ্যান্ড্রু টাইয়ের বলে দুটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে দলকে অসাধারণ জয় এনে দেন গুণরত্নে।