কলম্বো: মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের জয়ের ধারা অব্যাহত। আজ পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। ১০ ওভারে ৭ মেডেন সহ মাত্র ৮ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক একতা বিস্ত।

এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪৩.৪ ওভারে মাত্র ৬৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। একতার পাঁচ উইকেটের পাশাপাশি ভাল বোলিং করেন শিখা পাণ্ডে। তিনি মাত্র ৯ রান দিয়ে জোড়া উইকেট দখল করেন।

সামান্য রান তাড়া করতে নেমে মাত্র ২২.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৭০ রান তুলে নেয় ভারত। দীপ্তি শর্মা ২৯ এবং হরমনপ্রীত কউর ২৪ রানে অপরাজিত থাকেন।


পাকিস্তানকে হারানোর জন্য ট্যুইট করে ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন বীরেন্দ্র সহবাগ। সেইসঙ্গে তাঁর খোঁচা, পাকিস্তানকে হারানো অভ্যাস হয়ে গিয়েছে।