মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে অনেক বিষয়েই মিল আছে অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর। তাঁদের দু’জনেরই শরীরে ট্যাটু আছে, হীরের কানের দুল পরেন, চালচলন দেখে মনে হয় দাম্ভিক এবং সমালোচকদের অবজ্ঞা করেন। আরও একটি বিষয়ে তাঁদের সাদৃশ্য আছে। তাঁরা দু’জনেই জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ছোটবেলার কোচকে গাড়ি উপহার দিয়েছেন।


কয়েক বছর আগে এক শিক্ষক দিবসের দিন রাজকুমার শর্মার বাড়ির কলিং বেল বেজে ওঠে। তিনি দরজা খুলে দেখেন, হাসিমুখে বিকাশ কোহলি দাঁড়িয়ে আছেন। তিনি রাজকুমারকে নীচে যেতে বলেন। বিকাশের সঙ্গে গিয়ে রাজকুমার অবাক হয়ে দেখেন, রাস্তায় লাল রঙের একটি ঝকঝকে গাড়ি দাঁড় করানো। সেটির চাবি রাজকুমারের হাতে তুলে দেন বিকাশ। এরপর তিনি ফোন ধরিয়ে দেন। অপর প্রান্তে ছিলেন বিকাশের ভাই তথা রাজকুমারের প্রিয় ছাত্র বিরাট। তিনি কোচকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানান। এই ঘটনার আকস্মিকতায় অভিভূত হয়ে যান রাজকুমার।

২০১৬ সালে এরকমই একটি ঘটনা ঘটে। ২১ বছরের হার্দিক সবে জাতীয় দলের হয়ে প্রথম অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরেছেন। সেই সফরে তিনি তিনটি টি-২০ ম্যাচ খেলেছিলেন। দেশে ফিরেই অ্যাকাডেমিতে গিয়ে কোচ জিতেন্দ্র সিংহ ও দাদা ক্রুণাল পাণ্ড্যকে নিয়ে একটি গাড়ির শোরুমে চলে যান হার্দিক। সেখান থেকে তিনি কোচকে একটি গাড়ি কিনে দেন। এভাবেই তিনি গুরুদক্ষিণা দেন।