‘দুসরা’ বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নিক আইসিসি, আর্জি মহম্মদ হাফিজের
Web Desk, ABP Ananda | 25 Feb 2018 05:48 PM (IST)
দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট থেকে যাতে ‘দুসরা’ হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করার জন্য আইসিসি-র নিয়মে বদল আনা উচিত। এমনই মত প্রকাশ করলেন পাকিস্তানের অল-রাউন্ডার মহম্মদ হাফিজ। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট বেশ কয়েকজন লেগস্পিনারকে দেখে ভাল লাগছে। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়, দুসরাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। সাকলিন মুস্তাক, সইদ আজমলরা আমাদের অনেক উত্তেজক মুহূর্ত উপহার দিয়েছেন। দুসরাকে নিষিদ্ধ করা উচিত নয় আইসিসি-র। বরং এটি যাতে ক্রিকেটের অংশ হিসেবে থেকে যায়, সেই বিষয়টি দেখা উচিত। প্রয়োজনে নিয়মে কিছু বদল আনতে হবে।’ অফস্পিনার হাফিজের বিরুদ্ধে একাধিকবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। আইসিসি তাঁর বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণেই ‘দুসরা’ সংক্রান্ত নিয়মে বদল আনার পক্ষে সওয়াল করেছেন তিনি।