লন্ডন: ইংল্যান্ডে ভারতীয় দলের পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজের এখন অন্তিম পর্যায়। ভারত ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ৩-১ হেরে গিয়েছে। ওভালে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের অবস্থান মোটের ওপর ভালো। কিন্তু এই সিরিজে ঋষভ পন্ত ও হনুমা বিহারীর মতো তরুণ খেলোয়াড় পেয়েছে।
চাপের মুখে ব্যাট করতে নেমে অভিষেক টেস্টেই ৫৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন হনুমা। এই পারফরম্যান্সের কৃতিত্ব হনুমা ভারত এ দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক বিরাট কোহলিকে দিয়েছেন।
২৯২ তম ভারতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে হনুমার।কেরিয়ারের প্রথম টেস্টে তিনি যখন ব্যাট করতে নামেন তখন একের পর এক উইকেট হারিয়ে দল বেশ চাপে। তার ওপর আকাশে ছিল মেঘ। ওই পরিবেশে স্টুয়ার্ট ব্রড ও জিমি অ্যান্ডারসনের মতো বোলারদের মুখোমুখি হওয়াটা সবসময়ই বেশ চ্যালেঞ্জের।
হনুমা ম্যাচের পর বলেছেন, আমি ম্যাচ শুরু হওয়ার একদিন আগে রাহুল স্যরকে ফোন করেছিলাম। তাঁর সঙ্গে আমার কয়েক মিনিট কথা হয়। তিনি আমাকে কিছু টিপস দিয়েছেন। কোনও কিংবদন্তী যদি কাউকে এভাবে বুঝিয়ে দেন, তাহলে নিজেকে সংযত করা যায়।
দ্রাবিড় হনুমাকে বলেন, তোমার টেকনিক ভালো, চিন্তাভাবনা স্বচ্ছ, সঠিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তাই মাঠে নিয়ে নিজের খেলাটা খেলো। হনুমা এ কথা বলেছেন।
২৪ বছরের হনুমা বলেছেন, এত দূর পৌঁছনোর ক্ষেত্রে ভারত এ দলের হয়ে খেলাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে জন্য আমি রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিতে চাই। তার কারণ এটা নয় যে, আমি ভারত এ দলের হয়ে খেলে ভালো পারফর্ম করেছি। বরং ওখানে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যা আমাকে আরও ভালো ব্যাটসম্যান হতে সাহায্য করেছে।
মাঠে নেমে উল্টো দিকে কোহলির মতো ব্যাটসম্যানকে পাওয়া তাঁর পক্ষে লাভজনক হয়েছে। কোহলির সঙ্গে স্ট্রাইক রোটেট করে ইনিংস এগিয়ে নিয়ে গিয়েছেন। হনুমা নিজেই এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, উইকেটের অন্যপ্রান্তে কোহলি থাকায় কাজটা সহজ হয়ে গিয়েছিল। তাঁর সঙ্গে কথা বলে উপকৃত হয়েছি। পুরো সিরিজেই তিনি দারুণ ব্যাটিং করেছেন। তাঁর আত্মবিশ্বাস অন্যপ্রান্তে আমাকেও শক্তি দিয়েছে। মাঠে আমাকে সাহায্যে জন্য আমি অধিনায়ককে কৃতিত্ব দেব।
টেস্টে অভিষেকেই হাফসেঞ্চুরি, দ্রাবিড় ও কোহলিকে কৃতিত্ব দিলেন হনুমা বিহারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2018 02:49 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -