ধোনির বায়োপিকের পরিচালক নীরজ পান্ডে জানিয়েছেন, ‘সুশান্তের মৃত্যুর খবর পেয়ে আমি তাঁকে ফোন করেছিলাম। তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু মিহির দিবাকর ও অরুণ পান্ডেকেও ফোন করেছিলাম। তাঁরা প্রত্যেকেই এরকম একটি খবর পেয়ে শোকাহত হয়ে পড়েছিলেন। মাহিভাই শোকস্তব্ধ হয়ে গিয়েছিলেন।’ ধোনির জন্মদিনে সুশান্তকেও স্মরণ করলেন অনুরাগীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jul 2020 12:24 AM (IST)
সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, ৭ নম্বর জার্সি পরে আছেন সুশান্ত। তাঁর নামের পাশে লেখা, অপরাজিত ৩৪।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র নায়ক সুশান্ত সিংহ রাজপুতকে শ্রদ্ধা জানালেন তাঁর অনুরাগীরা। মঙ্গলবার ছিল ধোনির ৩৯-তম জন্মদিন। এদিন তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সদ্য প্রয়াত অভিনেতাকেও স্মরণ করলেন অনুরাগীরা। সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, ৭ নম্বর জার্সি পরে আছেন সুশান্ত। তাঁর নামের পাশে লেখা, অপরাজিত ৩৪। ধোনি উপরের দিকে তাকিয়ে আছেন। এরই সঙ্গে লেখা, ‘ঈশ্বর, আমি জিআরএস নিচ্ছি। আশা করি এটা নো বল। ও এখনও অপরাজিত। ওর এখনও খেলা দরকার। এসএসআর, তুমি একজন রাজা।’