মুম্বই: সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার অনলাইনে প্রকাশিত হওয়ার পরেই দর্শক সংখ্যার বিচারে অতীতের সব রেকর্ড ভেঙে দিল। গতকাল প্রকাশ করা হয় এই ট্রেলার। ২১ ঘণ্টার মধ্যেই সেটি দেখেন ২৫ মিলিয়নেরও বেশি মানুষ। ‘লাইক’ করেন ৫.৫. মিলিয়ন দর্শক। প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সবচেয়ে বেশি দর্শক সংখ্যার বিচারে হলিউডের অ্যাভেঞ্জার্স সিরিজের ছবি ‘এন্ডগেম’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘দিল বেচারা’। অ্যাভেঞ্জার্স সিরিজের শেষ দু’টি ছবি ‘ইনফিনিটি ওয়ার’ ও ‘এন্ডগেম’ ইউটিউবে যথাক্রমে ৩.২ মিলিয়ন দর্শক ও ২.৯ মিলিয়ন ‘লাইক’ পেয়েছিল। সেই তুলনায় অনেকটাই এগিয়ে সুশান্তের শেষ ছবি।
‘দিল বেচারা’-র ট্রেলারের দর্শক সংখ্যার যে হিসেব দেওয়া হয়েছে, সেটা শুধু ইউটিউবের। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও শেয়ার করা হয়েছে ট্রেলার। ফলে দর্শকসংখ্যা অনেকটাই বেশি। ২৪ জুলাই থেকে ডিজনি+হটস্টারে দেখা যাবে এই ছবি। সুশান্তের অনুরাগীরা ট্রেলার দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাঁরা ছবিটি দেখার অপেক্ষায়।
মুকেশ ছাবরা পরিচালিত এই ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছেন নবাগতা সঞ্জনা সাংঘী। এছাড়া এই ছবিতে আছেন বাংলার শাশ্বত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্যামিও রোলে দেখা যাবে সইফ আলি খানকেও। সঙ্গীত পরিচালক এ আর রহমান।
অ্যাভেঞ্জার্স: এন্ডগেমের রেকর্ড ভেঙে দিল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার, আবেগাপ্লুত অনুরাগীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jul 2020 10:30 PM (IST)
‘দিল বেচারা’-র ট্রেলারের দর্শক সংখ্যার যে হিসেব দেওয়া হয়েছে, সেটা শুধু ইউটিউবের। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও শেয়ার করা হয়েছে ট্রেলার। ফলে দর্শকসংখ্যা অনেকটাই বেশি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -