নয়াদিল্লি: শনিবার রাহুল দ্রাবিড়ের জন্মদিন। ৪৭ বছর পূর্ণ করলেন কিংবদন্তি ক্রিকেটার। সতীর্থ থেকে শুরু করে ভক্ত – সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভাসলেন ‘দ্য ওয়াল’।


ভিভিএস লক্ষ্মণ শনিবার সকালেই শুভেচ্ছা জানান রাহুলকে। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অন করার পর রাহুলের সঙ্গে তাঁর অবিশ্বাস্য পার্টনারশিপ ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছে। বদলে দিয়েছে ফলো অন করানোর চিরাচরিত কৌশলকেই। সেই লক্ষ্মণ ট্যুইট করেছেন, ‘আমার খুব ভাল বন্ধু রাহুল দ্রাবিড়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার আগামী বছরটা ভালবাসা, আনন্দ আর সমৃদ্ধিতে পূর্ণ হোক।’



হরভজন সিংহ ট্যুইট করেছেন, ‘শুভ জন্মদিন রাহুল দ্রাবিড়। কী অনবদ্য এক কিংবদন্তি।’ মহম্মদ কাইফের ট্যুইট, ‘তুমি আমাদের প্রেরণা। রোলমডেল। কিংবদন্তি। মহান রাহুল দ্রাবিড়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’



বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ট্যুইট করেছেন, ‘রাহুল দ্রাবিড়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেকের কাছে তুমি অনুপ্রেরণা। আগামী বছরটা দুর্দান্ত কাটুক।’



শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে আইসিসি-ও। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে ট্যুইট করা হয়েছে, ‘টেস্ট ও ওয়ান ডে – দুইয়েতেই দশ হাজারের ওপর রান। টেস্টে যে কোনও ব্যাটসম্যানের চেয়ে বেশি বল খেলার কৃতিত্ব। একমাত্র ক্রিকেটার হিসাবে ওয়ান ডে-তে দুটো তিনশো রানের পার্টনারশিপের অংশ হওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮ সেঞ্চুরি। শুভ জন্মদিন রাহুল দ্রাবিড়।’



শুভেচ্ছাবার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর একটি ওয়ান ডে ইনিংসের ভিডিও পোস্ট করে লিখেছে, ‘টেস্টে ওঁর কীর্তির কথা সকলেই জানে। তবে আজ আমরা ওঁর একটা ওয়ান ডে ইনিংস দেখব।’



রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো আইপিএল দলও।