মুম্বই: ভারতীয় ক্রিকেট টিমের তারকা ব্যাটসম্যান তথা সীমিত ওভারের খেলায় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মার আজ ৩৩ পূর্ণ করলেন। টেস্ট দলে তাঁর জায়গা পাকা না হলেও, সীমিত ওভারের খেলায় দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য হলেন এই ক্রিকেটার। ভারতীয় তথা বিশ্ব ক্রকেটে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছেন রোহিত। সীমিত ওভারে ক্রিকেটে তিনি শুধুমাত্র একজন তুখোড় ব্যাটসম্যানই নন, একজন দুরন্ত অধিনায়কও।


ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের ভার তুলে নেন রোহিত এবং সাফল্যের সঙ্গে তা সামলান। এছাড়া, রোহিতের নেতৃত্বে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স চারবার চ্যাম্পিয়ন হয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক, রোহিত শর্মার তৈরি করা কিছু বাছাই রেকর্ড---


১. বিশ্বের একমাত্র ব্যাটসম্যান রোহিত যিনি একদিনের ক্রিকেটে ৮ বার ১৫০ রানের গণ্ডি পার করেছেন। এক্ষেত্রে তিনি সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙেছেন।


২. ক্রিকেটের তিন ফর্ম্যাট জুড়ে রোহিত শর্মা সবচেয়ে দ্রুত ৪০০টি ছক্কা হাঁকিয়েছেন।


৩. ২০১৯ সালের বিশ্বকাপে, রোহিত শর্মা ৫টি শতরান করেছিলেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি একটি বিশ্বকাপে এতগুলি শতরান করার নজির গড়েছেন।


৪. ভারতের হয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করার নজির আছে রোহিত শর্মার। এক্ষেত্রে তিনি এলিট ক্লাবের সদস্য। তিনি ছাড়া এই তালিকায় রয়েছেন সুরেশ রায়না ও কে এল রাহুল।


৫. ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত ৩৬ ৪ রানের এক দুরন্ত ইনিংস খেলেছিলেন। যা এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটের ইতিহাসে একটি ইনিংসে যে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ১৭৩ বলের ওই ইনিংসটি সাজানো ছিল ৩৩
টি চার ও ৯টি ছক্কায়।


৬. ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে টি-২০ শতরান হাঁকিয়েছিলেন রোহিত। এটি ক্রিকেটের সর্বকনিষ্ঠ ফর্ম্যাটে সবচেয়ে দ্রুত শতরান। এক্ষেত্রে তিনি এই নজির অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের সঙ্গে ভাগ করেছেন।


৭. একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ৮ বার কোনো ব্যাটসম্যান দ্বিশতরান করেছেন। এর মধ্যে তিনবার করেছেন রোহিত শর্মা। তিনি ছাড়া, এই তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, ক্রিস গেইল, ফকর জমান এবং মার্টিন গাপ্টিল। সকলেই এক-এক বার করে করেছেন।