জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসলেন সচিন তেন্ডুলকর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2017 11:52 PM (IST)
1
গৌতম গম্ভীর শুভেচ্ছা জানান
2
শুধু ক্রিকেটাররাই নন, শুভেচ্ছা জানিয়েছেন বক্সার বিজেন্দর সিংহও।
3
অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্কও মনে রেখেছেন সচিনের জন্মদিন
4
শুভেচ্ছা জানান প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কঈফ
5
শুভেচ্ছা জানান টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে
6
শুভেচ্ছাবার্তা পাঠান উমেশ যাদব
7
সচিনের জন্মদিন হরভজন সিংহ ভুলে যাবেন এটা হতেই পারে না।
8
শুভেচ্ছা জানান রবিচন্দ্রন অশ্বিন
9
এইভাবে শুভেচ্ছা জানান বীরেন্দ্র সহবাগ।
10
ক্রিকেটের বেতাজ বাদশাহ সচিন তেন্ডুলকর আজ ৪৪ বছর পূর্ণ করলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সচিনের জন্য বয়ে এসেছে শুভেচ্ছার বন্যা। ২৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন সচিন। এর মধ্যে একদিনের ম্যাচে করেছেন ১৮,৪২৬ রান এবং টেস্টে করেছেন ১৫,৯২১ রান।
11
শুভেচ্ছা জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি