নয়াদিল্লি: আজ ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন সহ ক্রিকেটাররা। বীরেন্দ্র সহবাগ থেকে শুরু করে সুরেশ রায়না, ওয়াসিম জাফর, প্রজ্ঞান ওঝা, মহম্মদ কাইফ সহ প্রাক্তন সহ খেলোয়াড়রা তাঁদের এক সময়ের ক্যাপ্টেনকে জন্মদিনে শুভকামনা জানালেন। সোশ্যাল মিডিয়ায় মেসেজ শেয়ার করে তাঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআই এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।সেইসঙ্গে বর্তমান ক্রিকেটাররাও জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভকে।


গতকালই ছিল মহেন্দ্র সিংহ ধোনির জন্মদিন। এরপরের দিন আজ সৌরভের জন্মদিন। সহবাগ তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেচ্ছা জানালেন দাদাকে। সোশ্যাল মিডিয়ায় সহবাগ লিখেছেন, দাদার উদ্যম, দাদার ইচ্ছাশক্তি অতুলনীয়। দাদার সুস্বাস্থ্য ও সর্বদা অদম্য স্পিরিটের কামনা জানাই। 


বিসিসিআই-এর শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা। 



ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, এই দিনটি বারেবারেই ফিরে আসুক। চিরজীবন আনন্দ, উচ্ছ্বাস বজায় থাকুক। জন্মদিনের শুভেচ্ছা। 



সৌরভ বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি। নিজের কেরিয়ারে ৩১১ একদিনের ম্যাত ও ১১৩ টি টেস্ট খেলেছেন সৌরভ। তাঁর নেতৃত্ব ভারতীয় দল একের পর এক সাফল্য পেয়েছে। সৌরভের অধিনায়কত্বে ভারত ২০০২-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে জয়ী হয়েছিল। ২০০৩-এ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত।


১৪৬ টি একদিনের ম্যাচ আর ৪৯ টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ। তাঁর অধিনায়কত্বে ভারত ৭৬ একদিনের ম্যাচ জিতেছে। ২১ টি টেস্ট ম্যাচে জয় পেয়েছে ভারত। ১৫ টেস্ট ড্র হয়েছে। ২০০১-এ স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার জয়ের দৌড় থামিয়েছিল সৌরভের ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-১ সিরিজ হারিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল সৌরভের ভারত।


১৯৯২-তে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভের। কিন্তু একটা ম্যাচ খেলার পরই বাদ দেওয়া হয় তাঁকে। চার বছর পর দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটে সৌরভের। ১৯৯৬-এ লর্ডসে টেস্ট ক্রিকেটে অভিষেকেই ঝকঝকে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন তিনি।