নয়াদিল্লি: চলতি শতকের প্রথম দু’টি দশক শেষ হয়ে গেল। ২০১৯ পেরিয়ে ২০২০-তে পা দিয়েছে বিশ্ব। নববর্ষ উপলক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলি, রবি শাস্ত্রী সহ ক্রিকেটজগতের তারকারা। সচিন-বিরাটরা বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। তারই ফাঁকে তাঁরা নববর্ষের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।