কলকাতা: ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মাত্র ১৭ রানে ৩ উইকেট হারালেও হতাশ নয় ভারতীয় দল। দিনের খেলা শেষ হওয়ার পর এমনই জানালেন ভারতের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে, কঠিন পরিবেশে খেলার সুযোগ পেয়ে দল খুশি।
আজ বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন মাত্র ১১.৫ ওভার খেলা হয়েছে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারতীয় দল। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন দুই ওপেনার লোকেশ রাহুল (০) ও শিখর ধবন (৮) এবং অধিনায়ক বিরাট কোহলি (০)। দিনের শেষে ক্রিজে চেতেশ্বর পূজারা (৮) ও অজিঙ্ক রাহানে (০)।
এদিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঙ্গার বলেছেন, ‘আমরা এই ধরনের উইকেটে খেলতে পেরে খুশি। একটা দল সবসময় সহজ পরিবেশে খেলতে চায় না। আমরা নিজেদের চ্যালেঞ্জ জানাই। বেশিরভাগ খেলোয়াড়ই চ্যালেঞ্জ নিতে চায়। আমরা দল হিসেবে উন্নতি করে যেতে চাই।’
বাঙ্গার আরও বলেছেন, গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও এই ধরনের উইকেটে খেলেছিল ভারতীয় দল। বিরাটরা সেই টেস্ট ম্যাচ জিতেছিলেন। এবারও তাঁরা চ্যালেঞ্জ নিতে তৈরি। তবে আজ বৃষ্টির ফলে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যা হয়েছে। ব্যাট করার পক্ষে পরিবেশ অত্যন্ত কঠিন ছিল। খুব কম ওভার খেলা হওয়ায় ব্যাটসম্যানদের পক্ষে ছন্দ পাওয়া সম্ভব হয়নি। তবে বাঙ্গার আশাবাদী, ভারতীয় দল এই ম্যাচে প্রত্যাবর্তন ঘটাবে।
কঠিন উইকেটে খেলার সুযোগ পেয়ে দল খুশি: বাঙ্গার
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2017 07:35 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -