চেন্নাই: ভারত থেকে একগুচ্ছ ভালমানের পেসার উঠে আসায় খুশি অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা গ্লেন ম্যাকগ্রা। এমআরএফ পেস ফাউন্ডেশনের বর্তমান ডিরেক্টর বলেছেন, ‘ভারতে ফাস্ট বোলার হওয়া বিশ্বের কঠিনতম কাজ। এদেশে স্পিন ও ব্যাটিংয়ের জন্যই উইকেট তৈরি করা হয়। পেসারদের কঠোর পরিশ্রম করতে হয়। তাই ভারতে এতজন ভালমানের পেসারকে দেখে খুব ভাল লাগছে। ভারতের অনেক পেসারই এখন ১৪০ কিমির বেশি গতিতে বল করছে। এটা অত্যন্ত আশাপ্রদ বিষয়।’
ভারতের পেসারদের মধ্যে উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ ম্যাকগ্রা। বিশেষ করে বুমরাহকে নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার। তিনি বুমরাহর বোলিং অ্যাকশনের পাশাপাশি ডেথ ওভারে বোলিংয়েরও প্রশংসা করেছেন। ম্যাকগ্রার মতে, ভবিষ্যতে আরও উন্নতি করবেন বুমরাহ। এমআরএফ পেস ফাউন্ডেশন থেকেই উঠে আসা বরুণ অ্যারনেরও প্রশংসা করেছেন ম্যাকগ্রা। তাঁর মতে, ঘণ্টায় ১৫০ কিমির বেশি গতিতে বল করতে পারেন অ্যারন। সুযোগ পেলে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের পাশাপাশি ভারতের তরুণ পেসারদের মধ্যে অনিকেত চৌধুরী, অঙ্কিত রাজপুত, নাথু সিংহ, আবেশ খান, বীর প্রতাপ ও সন্দীপ ওয়ারিয়রের প্রশংসা করেছেন ম্যাকগ্রা। তাঁর মতে, এই বোলাররা ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন।
ভারত থেকে ভাল পেসার উঠে আসছে দেখে ভাল লাগছে: ম্যাকগ্রা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jun 2017 04:41 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -