মুম্বই: দেশে এবার ৬টি নতুন কেন্দ্রে টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিল বিসিসিআই। এই কেন্দ্রগুলি হল রাঁচি, ধর্মশালা, পুণে, ইন্দোর, ভাইজ্যাগ ও রাজকোট। আগামী সেপ্টেম্বর থেকেই নতুন কেন্দ্রগুলিতে টেস্ট ম্যাচ শুরু হবে।

 

ভারতীয় দল জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সফর সেরে দেশে ফিরে ১৩টি টেস্ট, ৮টি একদিনের ম্যাচ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলবে। নতুন কেন্দ্রগুলিতে টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। বোর্ড সচিব অজয় শিরকে বলেছেন, গত বছরের নভেম্বরে নতুন ৬টি কেন্দ্রকে টেস্ট আয়োজনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ওই মাঠগুলিতে প্রথমবার টেস্ট খেলা হবে।

 

বৃহস্পতিবার বোর্ডের বৈঠকে আগামী সিরিজগুলির সূচি ঠিক করা হয়েছে। প্রথমে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। এই সিরিজে তিনটি টেস্ট এবং পাঁচটি একদিনের ম্যাচ হবে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং সমসংখ্যক টি-২০ ম্যাচ খেলবে ভারত। আগামী বছরের ফেব্রুয়ারিতে এদেশে চারটি টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশ একটি টেস্ট খেলতে আসবে। ২০০০ সালে টেস্ট খেলার ছাড়পত্র পাওয়ার পর এই প্রথম ভারতে খেলতে আসবে বাংলাদেশ।

বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, নিউজিল্যান্ড সিরিজের একটি টেস্ট এবং ইংল্যান্ড সিরিজের একটি একদিনের ম্যাচ পেতে চলেছে ইডেন।