বৃহস্পতিবার ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে অবশ্য শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁর বরাবরের প্রিয় হরভজন। তিনি ‘দাদা’-কে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে উল্লেখ করে লেখেন, সৌরভই দলকে বিদেশে জিততে শিখিয়েছিলেন। তিনি চ্যাম্পিয়ন, লড়াকু, বাঘ।
এই ট্যুইটের পরেই ধোনির ভক্তরা হরভজনকে ব্যঙ্গ করতে থাকেন। সৌরভকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলে মানতে নারাজ তাঁরা। এই ব্যঙ্গেরই পাল্টা জবাব দিলেন হরভজন।