নয়াদিল্লি: ব্যাট বল ছেড়ে বক্সিং প্যাড, গ্লাভস হাতে তুলে নিলেন হরভজন সিংহ (Harbhajan Singh)। একেবারে বক্সারদের মতো ট্রেনিংও সারলেন। অপরদিকে আবার বক্সার বিকাশ যাদবের (Vikas Yadav) হাতে বক্সিং গ্লাভস নয়, বরং ক্রিকেট ব্যাট। বড় বড় শট মারছেন তিনি। বিষয়টা ঠিক কী?
আসলে সদ্যই এক বিশেষ শো চালু হয়েছে যেখানে ক্রীড়াবদরা নিজেদের খেলার বদলে একদিনের জন্য অপরজনের খেলা খেলার চেষ্টা করবেন। আর সেখানেই হরভজন সিংহ এবং বিকাশ যাদবের অদলবদল ঘটে। হরভজন বক্সিং করার চেষ্টা করেন এবং বিকাশ ব্যাট হাতে নিয়ে বড় ছক্কা হাঁকানোর লক্ষ্যে মাঠে নামেন।
তাঁর থেকে কড়া অনুশীলন নেওয়ার পর হরভজন সিংহকে দ্রুত গতিতে দুইটি বক্সিং প্যাড ধরার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিকাশ নিজেই। ২০ বারের মধ্যে ১৪ বারই হরভজন সেই প্যাড ক্যাচ করতে সক্ষম হয়, যা বিকাশকে বেশ প্রভাবিত করে। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করে বলেন, 'নিজের অভিজ্ঞতা থেকে বলছি, দশবারের পর লোকজন ক্লান্ত হয়ে পড়ে সহজ সহজ ক্যাচও মিস করে। তবে ওঁ তো আমাদের জাতীয় বক্সারদের অনেকের থেকে অনেক ভাল করেছে।'
কড়া ট্রেনিংয়ের পর হরভজনের উপলব্ধি, বক্সিং শুধু ঘুষি মারার খেলা নয়, এটা অনেকটা দাবার মতোই, যার পিছনে প্রচুর পরিকল্পনা থাকে। তিনি বলেন, 'আজ বুঝতে পারলাম বক্সিং কতটা বিজ্ঞানসম্মত খেলা। এখানে শুধু ঘুষি মারলেই চলে না, এর পিছনে অনেক পরিকল্পনা, ভাবনাচিন্তা থাকে। অনেকটা দাবার মতো। কখন ঘুষি মারতে এবং কখন আত্মরক্ষা করতে হবে, সবটাই পরিকল্পনামাফিক হয়।'
হরভজন আবার বিকাশ যাদবকে ছক্কা হাঁকানোর চ্যালঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। কিংবদন্তি স্পিনারের বিরুদ্ধে তারকা বক্সার কিন্তু এক ওভারে দুই দুইটি ছক্কা হাঁকান। অবাক লাগলেও, হরভজন ছক্কা হজম করে খানিক খুশিই বটে। 'এই প্রথমবার আমার বিরুদ্ধে কোনও ব্যাটার ছক্কা হাঁকানোয় আমি তাঁকে বাহবা দিলেন। কারণ আমরা এখানে একে অপরের প্রতিদ্বন্দ্বী নই, বরং একে অপরের খেলাকে উদযাপন করছি। এই খেলায় ওঁ পটু না হলেও, হাল না ছেড়ে লড়ে যাওয়ার ওঁর মনোভাবটা সত্যিই প্রশংসনীয়। এই ধরনের চ্যাম্পিয়নরা কখনও হারতে পারেন না।' বলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তনী।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রিচা, হরমনপ্রীতের দাপটে মহিলাদের এশিয়া কাপে নতুন ইতিহাস ভারতের, আমিরশাহির টার্গেট ২০২