Insurance Premium: আর মাত্র দুদিন পরেই পূর্ণাঙ্গ বাজেট পেশ। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট (Insurance Premium) ঘিরে অনেক আশা আম আদমির। ব্যবসায়ী থেকে করদাতা চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, কৃষক সকলেরই নজর এই বাজেটের দিকে। এই নিয়ে সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Budget 2024) । এর মধ্যে বিমা সেক্টরও রয়েছে। বিমার দুনিয়ায় কী বদল আসবে বাজেটে ?


বিমা নিয়ন্ত্রক সংস্থা IREDA জানিয়েছে যে ২০২৪৭ সালের মধ্যে প্রতিটি নাগরিকের কাছে যাতে বিমা সহজলভ্য হয়ে ওঠে তাঁর জন্য চেষ্টা করে চলেছে এই সংস্থা। আর তাই এই অবসরে বিমা সংস্থাগুলি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কিছু দাবি পেশ করেছে যা নিয়ে আলোচনা থাকতে পারে বাজেটে।


নতুন ক্যাটাগরি তৈরি হোক


বিমা সংস্থাগুলি বহুদিন ধরেই সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল যাতে কেন্দ্র সরকার বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে আলাদাভাবে নাগরিকদের কর ছাড়ের ব্যবস্থা করেন। এর ফলে বিমার গ্রাহকদের অনেক লাভ হবে এবং দীর্ঘমেয়াদে এই বিমার জন্য বিনিয়োগ করতে পারবেন সাধারণ মানুষও।


গ্রামীণ এলাকার জন্য নজর সরকারের


বিমা সংস্থার সঙ্গে সংযুক্ত বিশেষজ্ঞরা সরকারের কাছে বহুদিন ধরে দাবি জানাচ্ছিল যাতে এমনভাবে পরিকল্পনা করা হয় যেখানে সমস্ত গ্রামীণ গ্রাহকরাও বিমার সম্পূর্ণ সুবিধে পেতে পারেন। দেখা গিয়েছে এখনও এই ২০২৪ সালে এসেও দেশের মোট জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ গ্রামে বাস করেন। এই পরিসরে গ্রামীণ মানুষদের মধ্যে বিমার অ্যাক্সেস সহজলভ্য করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।


বিমা সংক্রান্ত পণ্যে কমাতে হবে জিএসটি


এছাড়াও বিমা ও বিমা সংক্রান্ত পণ্যে জিএসটি কমানোর ব্যাপারে দাবি জানানো হচ্ছিল বহুদিন ধরেই। এখন যে কোনও বিমা সংক্রান্ত পণ্যের উপরে সরকার ১৮ শতাংশ জিএসটি ধার্য করে। এই কারণে বিমা সংক্রান্ত সমস্ত পণ্য অনেক দামি হয়ে ওঠে, পকেটে টান পড়ে সাধারণ মানুষের। এই বিমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষজন ভাবেন যে ইনসিওরেন্স বা বিমা কখনই একটি বিলাসদ্রব্য নয়, এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ফলে এর উপর জিএসটি কমালে আরও বেশি মানুষ সহজেই বিমার সুবিধে নিতে পারবেন।


অ্যানুইটিও করমুক্ত করার দাবি


কর ছাড়ের কথা যেমন বলা হয়েছে, তেমনি বিমার অ্যানুইটিও এই আলোচনার বাইরে নেই। এই অ্যানুইটির উপর কোনও কর আরোপ না করার দাবি জানানো হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। মানুষ মূলত অবসরের কথা চিন্তা করে এই অ্যানুইটি প্ল্যান কেনে। যদি সরকার এই অ্যানুইটির উপর থেকে কর তুলে দেয়, তাহলে সাধারণ মানুষ অনেকটাই রেহাই পাবেন।


আরও পড়ুন: Budget 2024: বাজেটের আগে বাজারে বিদেশি বিনিয়োগের ঢল, সোমে কি বাজার দৌড়বে ?