দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে পরপর দুই ম্যাচ হেরে কার্যত ফাইনালের দৌড়ের বাইরে ভারত (Team India)। যে বিপর্যয়ের পর ভারতের দল নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দিলেন হরভজন সিংহ (Harbhajan Singh)।

বুধবার সোশ্যাল মিডিয়ায় হরভজন লিখেছেন, 'উমরন মালিক কোথায়, যে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে? দীপক চাহারের মতো দুর্দান্ত স্যুইং বোলার কেন দলে নেই? এরা কি দলে সুযোগ পাওয়ার যোগ্য নয়? কেন দীনেশ কার্তিককে ধারাবাহিকভাবে সুযোগ দেওয়া হচ্ছে না? খুব হতাশাজনক'।

 




গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল টিম ইন্ডিয়া। পাকিস্তান সহ গ্রুপের বাকি দুই দলকে হেলায় হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছিলেন রোহিত শর্মারা। কিন্তু সুপার ফোরে খেই হারাল ভারত। প্রথমে পাকিস্তানের কাছে হার। তারপর শ্রীলঙ্কার কাছে পরাজয়। এশিয়া কাপে ভারতের অভিযান কার্যত শেষ। খালি হাতেই সম্ভবত মরুদেশ থেকে ফিরতে হবে টিম ইন্ডিয়াকে।


মঙ্গলবার শ্রীলঙ্কা ৬ উইকেটে হারিয়ে দিল ভারতকে। সুপার ফোরে পরপর দুই ম্যাচ জিতে কার্যত ফাইনালে পৌঁছে গেলেন দাসুন শনাকারা। ভারত সুপার ফোরের পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় কার্যত ফাইনালের দৌড়ের বাইরে। 


তবে কার্যত কথাটা লিখতে হচ্ছে কারণ, অলৌকিক কিছু ঘটলে ভারত যেতে পারে ফাইনালে। কী সেই অলৌকিক কাণ্ড? পাকিস্তানকে বাকি দুই ম্যাচে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারতে হবে। আর ভারতকে বিরাট ব্যবধানে হারাতে হবে আফগানদের। একমাত্র তবেই ক্ষীণ একটা সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও সেই সম্ভাবনা বড় একটা দেখছেন না ভারতীয় ক্রিকেটের কট্টর ভক্তরাও।


আরও পড়ুন: 'শামি কেন দলে নেই?', দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্টকে প্রশ্ন শাস্ত্রীর