নয়াদিল্লি: মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল বেছে নিয়েছেন নির্বাচকেরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বেছে নেওয়া হয়েছে ভারতীয় এ দল। যে দুই দলের কোনওটিতেই সুযোগ পাননি শেল্ডন জ্যাকসন। যা নিয়ে ক্ষিপ্ত হরভজন সিংহ (Harbahajn Singh)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সতীর্থের পাশে দাঁড়িয়ে টার্বুনেটর প্রশ্ন তুললেন, ভারতের হয়ে খেলতে গেলে আর কী করতে হবে?
কোনওরকম রাখঢাক না করে জাতীয় নির্বাচকদের প্রতি তোপ দাগলেন হরভজন সিংহ। সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি দাবি করেন, জাতীয় নির্বাচকদের দল গড়ার আগে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের দিকে তাকানো উচিত। নাহলে রঞ্জি ট্রফি আয়োজন যুক্তিহীন। জাতীয় নির্বাচকরা মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা সফরের তিনটি চারদিনের ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াড বেছে নিয়েছেন। স্কোয়াডে বিশেষ কারও উপস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেননি টার্বুনেটর । বরং দুই ঘরোয়া ক্রিকেটারের হয়ে সওয়াল করেছেন তিনি ।
হরভজন প্রশ্ন তোলেন মনদীপ সিংহ ও কেকেআরের শেল্ডন জ্যাকসনের সুযোগ না পাওয়া নিয়ে । দুই ক্রিকেটারই ঘরোয়া মরসুমে অত্যন্ত ধারাবাহিকতা দেখিয়েছেন ।
ভাজ্জি জ্যাকসনের সাম্প্রতিক পারফর্ম্যান্স তুলে ধরে ট্যুইট করেন, ‘২০১৮-১৯ রঞ্জি মরসুমে ৮৫৪ রান করেছে। ২০১৯-২০ মরসুমে করেছে ৮০৯ রান। সে বছর রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে । এবছরের ফর্ম (সৈয়দ মুস্তাক আলিতে অপরাজিত ৬২, ৭০ ও অপরাজিত ৭৯)। এর পরেও অন্তত এ-দলেও ডাক পাবে না! নির্বাচকরা কি শেল্ডন জ্যাকসনকে বলতে পারেন, রান করা ছাড়া আর কী করলে ভারতের হয়ে খেলতে পারবে ও।’ পরে ভাজ্জি আরও একটি ট্যুইটে মনদীপের পারফরম্যান্সও তুলে ধরেন । লেখেন, ‘আরও একজন সেরা খেলোয়াড় মূল্য পেল না। টিম ইন্ডিয়ার কথা বাদই দেওয়া গেল, ভারতীয়-এ দলেও সুযোগ হল না! নির্বাচকদের ঘরোয়া ক্রিকেটের রেকর্ডের দিকে তাকানো উচিত, নাহলে রঞ্জি ট্রফি আয়োজন যুক্তিহীন ।’