গোয়া: আইএসএল শুরুর আগেই খুশির খবর রয় কৃষ্ণ ও পুরো এটিকে মোহনবাগান পরিবারে। বাবা হলেন তারকা এই স্ট্রাইকার। তাঁর স্ত্রী নাজিয়া আলির ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গোয়ায় এই মুহূর্তে আইএসএল খেলতে এটিকে মোহনবাগান দলের সঙ্গে রয়েছেন রয়। সেখানেই একটি বেসরকারি হাসপাতালে কন্য সন্তানের জন্ম দেন নাজিয়া। উল্লেখ্য়, ২০১৮ সালে পেশায় সাংবাদিক নাজিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রয়। মেয়ে হওয়ার খবর নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রয়। সেখানে তিনি লিখেছেন, 'আমার ছোট্ট রাজকন্যা হাজির।' নিজের ইনস্টাগ্রাম পোস্টে রয়ের সঙ্গে ছবি পোস্ট করে নাজিয়া লিখেছেন, 'ইটস এ বেবি গার্ল।'


আইএসএলে বিদেশি ফুটবলারদের অন্যতম তারকা ফুটবলার হলেন রয় কৃষ্ণ। গত অক্টোবরেই গোয়ায় চলে এসেছিলেন রয় তাঁর স্ত্রীকে নিয়ে। এখানে এসে নিয়ম মতো ৮ দিনের কোয়ারেন্টিন পর্বও কাটিয়েছেন। রয় কৃষ্ণও টিম হোটেলেই বাকি ফুটবলারদের সঙ্গে কোয়ারেন্টিনে রয়েছেন। গুজব রটেছিল, তিনি স্ত্রীর সঙ্গে গোয়ার অন্য হোটেলে রয়েছেন। কিন্তু ক্লাবের তরফে জানানো হয়েছে, টিম হোটেলেই ছিলেন কৃষ্ণ। তবে নিজেদের সোশ্যাল মিডিয়ায় ২ জনেই প্রচুর ছবি পোস্ট করেছিলেন। নাজিয়াকে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে বেবি বাম্পের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। 


করোনা আবহে গতবার গোয়ায় হয়েছিল টুর্নামেন্ট। এবারও টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে গোয়াতেই। এবারও তিনটে স্টেডিয়ামে হবে আইএসএলের ম্যাচগুলো। ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলা টুর্নামেন্ট ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ১১৫ টি ম্যাচ খেলা হবে এই সময়কালের মধ্যে। 


প্রতিবারের মত এবারও খেলাগুলো শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। তবে প্রতি শনিবার, যে দিন দু’টি ম্যাচ খেলা হবে, সে দিন রাত সাড়ে ন’টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এবারের আইএসএলে প্রথম ম্য়াচেই খেলতে নামছে এটিকে মোহনবাগান। তাঁদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। এসসি ইস্টবেঙ্গল তাদের অভিযান শুরু করবে আগামী ২১ নভেম্বর। জামশেদপুর এফসির বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি তাদের প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে হিরো আইএসএল ২০২১-২২ অভিযান শুরু করবে ২২ নভেম্বর। 


আরও পড়ুন: ২২ তারিখ প্রথম ম্যাচে সামনে গোয়া, এবার কতটা শক্তিশালী আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি?