নয়াদিল্লি: সম্প্রতি দেশের মাঠে ভারতীয় স্পিনারদের পারফরম্যান্স নিয়ে ট্যুইটারে হরভজন সিংহের মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এবার ট্যুইট করে এই বিতর্ক কার্যত ধামাচাপা দিতে চাইলেন অশ্বিন। এই বিতর্কে প্রথমবার মুখ খুললেন অশ্বিন। তাঁর ট্যুইট, ‘হরভজন সিংহ আমার অনুপ্রেরণা। ২০০১-এর সিরিজ দেখার পরই আমি স্পিন বোলিং শুরু করি। যে প্রহসণ চলছে তার অবসান হওয়া উচিত’।





অশ্বিনের এই ট্যুইটের জবাবে ভাজ্জি লেখেন, ‘আমার মনে তোমার বিরুদ্ধে কিছুই নেই। কোনওকারণে আমার বক্তব্যের ভুলভাবে নেওয়া হচ্ছে। আমার পক্ষ থেকে শুভকামনা’।






ভাজ্জির এই ট্যুইটের জবাবে অশ্বিন ট্যুইট করেন, এ’ক প্লেয়ারকে আর এক প্লেয়ারের সঙ্গে লড়িয়ে দিয়ে আমাদের কোনও লাভই নেই। হ্যাঁ, আকর্ষণীয় শিরোণাম হয়ত হতে পারে। ভালো খেলার জন্য একে অপরের প্রতি শ্রদ্ধাই থাক’।





উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় দলের স্পিনার ভাজ্জি ট্যুইট করে বলেন যে, গত চার বছরে দেশে স্পিন সহায়ক পিচ ভারতের স্পিনারদের সাহায্য করেছে। তিনি দাবি করেন, তাঁদের সময় এ ধরনের পিচ হত না। ভাজ্জির এই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বাঁধে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ৩ ম্যাচের টেস্ট সিরিজে ২৭ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভাজ্জির ট্যুইটে অশ্বিনের কৃতিত্বকে খাটো করা হয়েছে কিনা, সেই প্রশ্নও অনেকেই তোলেন।যদিও ভাজ্জির ট্যুইটে কারুর নাম করা হয়নি।
ভাজ্জির এই মন্তব্যের প্রতিক্রিয়ার ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেন, পিচ উপযুক্ত হলেই চলবে না। বল ঘোরাতে না জানলে উইকেট আসবে কী করে!
২০১১-তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অশ্বিনের। অন্যদিকে ১৩ বছর আগে ১৯৯৮-তে অভিষেক হয় হরভজনের। কিন্তু অশ্বিন ভারতীয় দলে খেলা শুরুর পর ক্রমশ নির্ভরযোগ্য হয়ে উঠেছেন। অন্যদিকে, ভাজ্জি বর্তমানে টেস্ট দলে নেই।
একটা তাত্পর্য্যপূর্ণ ব্যাপার, ভাজ্জি বা অশ্বিন ট্যুইটারে কেউ কাউকে ফলো করেন না।
উল্লেখ্য, ভাজ্জি ৪৬ টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন। অশ্বিন ৩৭ টেস্টে ২০০ উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন। ৩৯ টেস্ট খেলে অশ্বিন ২০ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
ভাজ্জি টেস্টে ১৯০ ইনিংসে বোলি করে ৪১৭ টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, ৭২ ইনিংসে বোলিং করে ২২০ টি উইকেট পেয়েছেন অশ্বিন। স্ট্রাইক রেটেও এখনও পর্যন্ত ভাজ্জির চেয়ে এগিয়ে অশ্বিন।