অভিযোগ, বিশাল করিয়ার সঙ্গে সাট্টাজগতের সম্পর্ক রয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে এ নিয়ে কোনও মামলা এখনও দায়ের হয়নি। কমলা মিলস কাণ্ডের অভিযুক্তদের লুকনোর দায়ে বিশাল গ্রেফতার হয়েছিলেন। পরে জামিন পেয়ে যান তিনি। গভীর রাতে হরভজন দেখা করলেন কুখ্যাত এক বুকির সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jan 2018 12:06 PM (IST)
মুম্বই: ভারতীয় দল থেকে দীর্ঘদিন বাদ পড়া তারকা স্পিনার হরভজন সিংহ গতকাল গভীর রাতে দেখা করলেন বুকি বিশাল করিয়ার সঙ্গে। বিশাল করিয়ার বিরুদ্ধে মুম্বইয়ের কমলা মিলস অগ্নিকাণ্ডে অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। বিশাল করিয়ার সঙ্গে ক্রিকেটার ও বলিউড তারকাদের সম্পর্ক যথেষ্ট ভাল। সম্ভবত সে কারণেই জুহুতে তাঁর বাড়ি যান হরভজন। কিন্তু সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লে মুখ লুকনোর চেষ্টা করেন তিনি। এমনকী বিশালের সঙ্গে দেখা না করেই ফিরে যান। জানা যাচ্ছে, হরভজনের সঙ্গে বিশাল করিয়ার দারুণ ভাল সম্পর্ক। এক আধদিনের নয়, প্রায় ১০ বছরের। এমনকী হরভজন ১০ বছর বিশালের বাড়িতেই থাকতেন বলে খবর। নানা পার্টিতে একসঙ্গে তাঁদের দেখা যায়।