শনিবার ট্যুইট করে হরভজন জানান যে, ইন্ডিগোর বিমানে মুম্বই থেকে কোয়েম্বাত্তুর যাওয়ার পথে তাঁর ব্যাগ থেকে হারিয়ে যায় একটি ব্যাট। পরে সংবাদ সংস্থাকে তিনি বলেন, “কোয়েম্বাত্তুর বিমানবন্দরে নামার পরই দেখি আমার ব্যাটটা নেই। কোথায় হারিয়ে গেল সেটা, বুঝেই উঠতে পারছি না। আমি কিছু না জেনে বলতে পারি না, যে সেটা চুরি হয়ে গিয়েছে। কিন্তু প্র্যাক্টিসের পর আমার কিট ব্যাগের চেন খোলা ছিল না।” পাশাপাশি তাঁর অভিযোগ, “বিমান সংস্থা দাবি করে অতিরিক্ত ওজনের ব্যাগের জন্য বেশি টাকা দিতে হবে। অথচ আমাদের ৩৫ কেজি পর্যন্ত ব্যাগ নেওয়ার অনুমতি রয়েছে। তাও আমার থেকে অতিরিক্ত ১২০০ টাকা চাওয়া হয়। কিন্তু দল তা দিতে রাজি হয়নি।” তাই হরভজন বুঝে উঠতে পারছেন না, সেই অর্থ না দেওয়ার সঙ্গে তাঁর ব্যাট হারানোর কোনও সম্পর্ক রয়েছে কি না।
হরভজন জানিয়েছেন, আইপিএলে ওই ব্যাটেই তিনি খেলেন। তাঁর ট্যুইট দেখে বিমান সংস্থা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিল শনিবারই। যদিও রবিবারও ব্যাট খুঁজে না পাওয়ায় ফের ক্ষোভ প্রকাশ করেছেন ভাজ্জি। তিনি ট্যুইট করেন, ‘আমার হারিয়ে যাওয়া ব্যাট নিয়ে এখনও কোনও খোঁজ পেলাম না। আপনারা কী ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছেন না?’
বিমান সংস্থা এখনও পর্যন্ত নতুন কোনও প্রতিক্রিয়া দেয়নি।