ক্যামেরার আড়ালে কঠোর পরিশ্রম সাহায্য করেছে, বললেন বুমরাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2018 11:04 AM (IST)
NEXT
PREV
নটিংহ্যাম: দলে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে পাঁচ উইকেট নিলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। টেস্ট ক্রিকেটে এই নিয়ে কোনও ইনিংসে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিলেন তিনি। দ্রুত চোট সারিয়ে দলে ফিরে এই সাফল্যের জন্য কারণ সবার চোখের আড়ালে কঠোর পরিশ্রম। এমনই মন্তব্য করলেন বুমরাহ।
ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৮৫ রানে পাঁচ উইকেট নিয়েছেন বুমরাহ। জয়ের জন্য ৫২১ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে চতুর্থ দিনের খেলার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩১১। পঞ্চম দিনে জয়ের জন্য মাত্র একটি উইকেট প্রয়োজন ভারতের। চতুর্থ দিনে একটা সময় ৬২ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন জোস বাটলার এবং বেন স্টোকস।প্রায় দুটি সেশন ভারতের বোলিং আক্রমণ রুখে দেন তাঁরা। শেষপর্যন্ত নতুন বলে তাঁদের ১৬৯ রানের পার্টনারশিপ ভেঙে দেন বুমরাহ। ভারতের জয়ের পথ সুগম হয়ে যায়।
দিনের শেষে বুমরাহ বলেছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর আমি প্রথম স্পেলে ১০ ওভার বোলিং করেছিলাম। তাই রঞ্জি ট্রফিতে বেশি ওভার বোলিং করতাম, যা সবসময়ই সাহায্য করেছে। সেই অভ্যেস আজও আমাকে সাহায্য করেছে।চোট পাওয়ার পর আমি আমার ফিটনেস ও ট্রেনিং শিডিউল নিয়ে কাজ করছিলাম। আমি যাতে চোট সারিয়ে ফিরে আসতে পারি সেজন্য সব সময়ই ট্রেনারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এসবই আজ আমাকে সাহায্য করেছে।
ট্রেন্টব্রিজ টেস্ট জিতে এখন সিরিজ জয়ের লড়াইয়ে ফেরার অপেক্ষায় রয়েছে ভারত।
বুমরাহ বলেছেন, কোনও কিছুই সহজে পাওয়া যায় না। সাফল্যের জন্য প্রচুর খাটতে হয়। আমরা প্রচুর পরিশ্রম করি। ক্যামেরার আড়ালে সেই কঠোর পরিশ্রমই এমন সব দিনে সাফল্য এনে দেয়।
বাটলার ও স্টোকসের প্রতিরোধ সম্পর্কে বুমরাহ বলেছেন, টেস্ট ক্রিকেট সম্পূর্ণ আলাদা। এখানে ধৈর্য্য ধরতে হবে এবং ধারাবাহিকতা দেখাতে হবে। এই কাজটাই আমি করে গিয়েছি।
বুমরাহ বলেছেন, জো রুট ও বাটলারের সঙ্গে লড়াইটা বেশ উপভোগ করেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে বাটলার তাঁর সহ খেলোয়াড়। বুমরাহ বলেছেন, নেটে ওকে অল্পসল্প বোলিং করেছি। তবে খুব বেশি নয়। ওর সঙ্গে লড়াইটা সবসময়ই বেশ আকর্ষণীয়।কারণ, ও আক্রমণাত্মক খেলোয়াড়। একবার শুরুটা ভালো করতে পারলে বোলারদের কাছে সমস্যা তৈরি করতে পারে বাটলার।
উল্লেখ্য, বাটলার টেস্টে তাঁর প্রথম সেঞ্চুরি করেছেন।
নটিংহ্যাম: দলে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে পাঁচ উইকেট নিলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। টেস্ট ক্রিকেটে এই নিয়ে কোনও ইনিংসে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিলেন তিনি। দ্রুত চোট সারিয়ে দলে ফিরে এই সাফল্যের জন্য কারণ সবার চোখের আড়ালে কঠোর পরিশ্রম। এমনই মন্তব্য করলেন বুমরাহ।
ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ৮৫ রানে পাঁচ উইকেট নিয়েছেন বুমরাহ। জয়ের জন্য ৫২১ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে চতুর্থ দিনের খেলার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ উইকেটে ৩১১। পঞ্চম দিনে জয়ের জন্য মাত্র একটি উইকেট প্রয়োজন ভারতের। চতুর্থ দিনে একটা সময় ৬২ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন জোস বাটলার এবং বেন স্টোকস।প্রায় দুটি সেশন ভারতের বোলিং আক্রমণ রুখে দেন তাঁরা। শেষপর্যন্ত নতুন বলে তাঁদের ১৬৯ রানের পার্টনারশিপ ভেঙে দেন বুমরাহ। ভারতের জয়ের পথ সুগম হয়ে যায়।
দিনের শেষে বুমরাহ বলেছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর আমি প্রথম স্পেলে ১০ ওভার বোলিং করেছিলাম। তাই রঞ্জি ট্রফিতে বেশি ওভার বোলিং করতাম, যা সবসময়ই সাহায্য করেছে। সেই অভ্যেস আজও আমাকে সাহায্য করেছে।চোট পাওয়ার পর আমি আমার ফিটনেস ও ট্রেনিং শিডিউল নিয়ে কাজ করছিলাম। আমি যাতে চোট সারিয়ে ফিরে আসতে পারি সেজন্য সব সময়ই ট্রেনারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এসবই আজ আমাকে সাহায্য করেছে।
ট্রেন্টব্রিজ টেস্ট জিতে এখন সিরিজ জয়ের লড়াইয়ে ফেরার অপেক্ষায় রয়েছে ভারত।
বুমরাহ বলেছেন, কোনও কিছুই সহজে পাওয়া যায় না। সাফল্যের জন্য প্রচুর খাটতে হয়। আমরা প্রচুর পরিশ্রম করি। ক্যামেরার আড়ালে সেই কঠোর পরিশ্রমই এমন সব দিনে সাফল্য এনে দেয়।
বাটলার ও স্টোকসের প্রতিরোধ সম্পর্কে বুমরাহ বলেছেন, টেস্ট ক্রিকেট সম্পূর্ণ আলাদা। এখানে ধৈর্য্য ধরতে হবে এবং ধারাবাহিকতা দেখাতে হবে। এই কাজটাই আমি করে গিয়েছি।
বুমরাহ বলেছেন, জো রুট ও বাটলারের সঙ্গে লড়াইটা বেশ উপভোগ করেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে বাটলার তাঁর সহ খেলোয়াড়। বুমরাহ বলেছেন, নেটে ওকে অল্পসল্প বোলিং করেছি। তবে খুব বেশি নয়। ওর সঙ্গে লড়াইটা সবসময়ই বেশ আকর্ষণীয়।কারণ, ও আক্রমণাত্মক খেলোয়াড়। একবার শুরুটা ভালো করতে পারলে বোলারদের কাছে সমস্যা তৈরি করতে পারে বাটলার।
উল্লেখ্য, বাটলার টেস্টে তাঁর প্রথম সেঞ্চুরি করেছেন।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -