মুম্বই: চোট- আঘাত তাঁর স্বল্প সময়ের কেরিয়ারের বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও জাতীয় দলে জায়গা হয়নি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে তিনি। তবে এরমধ্যেই আইপিএলের নতুন দল আমদাবাদের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। বড় সম্মানের ব্যাপার। তাই এবার এই আইপিএলের মঞ্চকেই হাতিয়ার করতে চান হার্দিক প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। মুম্বই ইন্ডিয়ান্স আসন্ন আইপিএলের নিলামের আগে ছেড়ে দিয়েছিল হার্দিককে। এরপরই নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসন্ন আইপিএলে টুর্নামেন্টে অংশ নিতে চলা আমদাবাদ তাদের অধিনায়ক করেছে এই অলরাউন্ডারকে। 


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে হার্দিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''আমি আমার যাবতীয় প্রস্তুতি সারছি বিশ্বকাপের কথা মাথায় রেখেই। আমি দেশের জন্য বিশ্বকাপ জিততে চাই। ওটাই আমাকে শান্তি দেবে, খুশি করতে পারবে। আমার জেদ বিশ্বকাপ জেতা। আমার মনে হয় আইপিএল আমাকে একটা বড় মঞ্চ দিয়েছে নিজেকে মেলে ধরার। বিশ্বকাপের প্রস্তুতি সারারও। আমি তাই পরিশ্রম করছি দেশের জার্সিতে আবার খেলতে চাই। বিশ্বকাপে নামতে চাই।''


হার্দিক আরো বলেন, ''সবসময় আমি দলের কথা ভেবে খেলেছি। কিন্তু এবার নিজে মানসিক ও শারীরিকভাবে আরো শক্তিশালী হওয়ার জন্য প্রস্তুতি সারছি। পরিবারের জন্যও কিছু সময় দিতে চাই। জৈব সুরক্ষা বলয়ে আমরা অনেক সময় কাটাই। যা অসহ্যকর। সবাই মানসিকভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি।''


উল্লেখ্য, হার্দিককে এবার রিটেনশন তালিকায় রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। সেই সুযোগে তাঁকে তুলে নিয়েছে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। দলের অধিনায়কও করেছে হার্দিককে। আর খারাপ সময়ের মধ্যেও হার্দিকের চুক্তির অঙ্ক বেড়েছে ৪ কোটি টাকা!


১৫ কোটি টাকায় হার্দিককে নিয়েছে আমদাবাদ। আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের জন্যও ১৫ টাকা খরচ করছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এছাড়া শুভমন গিলকে ৮ কোটি টাকায় দলে নিয়ে আমদাবাদ। সব মিলিয়ে তিন ক্রিকেটারের জন্য ৩৮ কোটি টাকা খরচ করেছে। ১২ ও ১৩ ফেব্রুয়ারি নিলামে ৫২ কোটি টাকা নিয়ে ক্রিকেটার কিনতে যাবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি।