মুম্বই: তামিলনাড়ুর হয়ে জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন। এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট দলের অঙ্গ না হলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি। তবে দীনেশ কার্তিক মনে করেন তাঁর রাজ্য দল থেকে আরো এক তরুণ ক্রিকেটার খুব তাড়াতাড়ি রাজ্য দলে সুযোগ পাবেন। জাতীয় দলের হয়ে খেলা তারকা উইকেট কিপার ব্য়াটার যার কথা বলছেন তিনি আর কেউ নন, তিনি হলেন শাহরুখ খান। এদিনই যাকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দলের ব্যাপ আপ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এক সাক্ষাৎকারে কার্তিক বলেন, ''আমার মনে হয় ভারতীয় দলে খুব তাড়াতাড়িই ডাক পেতে চলেছে শাহরুখ খান। জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে ও। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল খেলে গিয়েছে ও এতদিন। আমি নিশ্চিত যে ভারতীয় দলে সুযোগ পেলে ও সেখানেও দারুণ পারফর্ম করবে।''


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য ভারতীয় দলের স্ট্যান্ড আপ প্লেয়ার হলেন শাহরুখ খান (sharukh khan) ও রবি শ্রীনিবাস সাই কিশোর। তামিলনাড়ুর (tamilnadu) হয়ে ২ জনেই ঘরোয়া ক্রিকেট খেলেন। শাহরুখ আইপিএলে (ipl) পঞ্জাব কিংসের (punjab kings) হয়েও খেলেছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে শাহরুখের ঝোড়ো ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। অন্যদিকে বাঁহাতি স্পিনার সাই কিশোর। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তামিলনাড়ুর জয়ের পেছনে বিশাল বড় অবদান ছিল ২ ক্রিকেটারেরই। তাই এবার ভারতীয় দলের ব্যাক আপ হিসেবেও ডাক পেয়ে গেলেন তাঁরা। বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। 


আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। ৩ ম্যাচের সিরিজ হতে চলেছে। এরপর রয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। সাই কিশোরের জন্য এটা দ্বিতীয় সুযোগ ভারতীয় দলে। কারণ, শ্রীলঙ্কা সফরেও গত বছর ভারতের নেট বোলার হিসেবে গিয়েছিলেন কিশোর। তবে শাহরুখের জন্য এই প্রথম সুযোগ। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন শাহরুখ।