মুম্বই: চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন। ইংল্যান্ডে তাঁর কোমরের অস্ত্রোপচারও করা হয়। আপাতত রিহ্যাব চলছে হার্দিক পাণ্ড্যর। এবার নেটে ব্যাটিং-বোলিং শুরু করলেন বঢোদরার তারকা অলরাউন্ডার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল মুম্বই ইন্ডিয়ান্স। যাদের হয়ে আইপিএলে খেলেন হার্দিক।

২৬ বছরের অলরাউন্ডার ভারতীয় দলের অন্যতম ভরসা। তিন ফর্ম্যাটেই অধিনায়ক বিরাট কোহলি পেস-অলরাউন্ডারের জন্য বিশেষ ভূমিকা ঠিক করে রাখেন। যদিও এখন মাঠের বাইরে হার্দিক।

ভক্তরা অবশ্য উচ্ছ্বসিত হতে পারেন নেটে হার্দিকের ব্যাটিং-বোলিংয়ের ভিডিও দেখলে। মুম্বই ইন্ডিয়ান্স ভিডিও পোস্ট করে লিখেছে, আপনারা হার্দিকের হাতে কী দেখতে পছন্দ করেন? ব্যাট না বল?




ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ‘পাণ্ড্য হিট দ্য ডেক, নাকি হার্ড হিট হার্দিক, আমাদের অলরাউন্ডারের কোন গুণটা আপনাদের সবচেয়ে আকৃষ্ট করে?’

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সমর্থকেরা হার্দিকের মাঠে ফেরার অপেক্ষা শুরু করে দিয়েছেন।