দীনেশ কার্তিককে ‘এক নম্বর ভালবাসা’ বললেন হার্দিক পাণ্ড্য, দীপিকা পাল্লিকলের প্রতিক্রিয়া দেখুন
Web Desk, ABP Ananda | 01 Aug 2018 03:07 PM (IST)
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিককে নিজের ‘এক নম্বর ভালবাসা’ বলে উল্লেখ করলেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। ইনস্টাগ্রামে কার্তিকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে এই মন্তব্য করেছেন হার্দিক। তাঁর এই পোস্ট দেখে কার্তিকের স্ত্রী স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকল বলেছেন, ‘পরিষ্কার হয়ে গেল, অন্য একজন আমার জায়গা নিয়েছে। ধন্যবাদ।’ আজ থেকে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে ভারতের টেস্ট দলের নিয়মিত উইকেটকিপার ঋদ্ধিমান সাহা চোট পাওয়ায় এই সিরিজের দলে জায়গা পেয়েছেন কার্তিক। ২০০৭-এর পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলছেন এই উইকেটকিপার। এ বছরের জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধেও টেস্ট ম্যাচ খেলেন কার্তিক।