একদিনের আন্তর্জাতিকে কপিলের ৩১ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন হার্দিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Dec 2017 01:17 PM (IST)
নয়াদিল্লি: একই বছরে একদিনের আন্তর্জাতিকে ৩০টি উইকেট নেওয়ার পাশাপাশি পাঁচশোরও বেশি রান করে কিংবদন্তী কপিল দেবের নজির স্পর্শ করলেন হার্দিক পাণ্ড্য। ১৯৮৬ সালে এই নজির গড়েছিলেন কপিল। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে এই নজির স্পর্শ করলেন হার্দিক। কপিল ১৯৮৬ সালে ৫১৭ রান করেন এবং ৩২টি উইকেট নেন। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৫৮ এবং সেরা বোলিং ছিল ৩০ রান দিয়ে ৪ উইকেট। এ বছর হার্দিক ৩১টি উইকেট নিয়েছেন এবং ৫৫৭ রান করেছেন। হার্দিকের সেরা বোলিং ৪০ রান দিয়ে ৩ উইকেট এবং সর্বোচ্চ স্কোর ৮৩। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল অবসর নেওয়ার পর দীর্ঘদিন ধরে তাঁর মতো অলরাউন্ডারের খোঁজে ছিল ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, হার্দিক সেই অভাব পূরণ করছেন। গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় হার্দিকের। সেই ম্যাচের আগে কপিলই এই তরুণের হাতে জাতীয় দলের টুপি তুলে দিয়েছিলেন। পূর্বসূরীর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছেন হার্দিক।