নয়াদিল্লি: কেরিয়ারের সোনালি সরণি বেয়ে এগিয়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য। তিন ফরম্যাটেই ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার তিনি। মাঠে তাঁর উজ্জ্বল পারফরম্যান্সের জন্য দলের সমর্থকদের মধ্যেও এখন হার্দিক জনপ্রিয় হয়ে উঠেছেন।
এবার সেই হার্দিক এমন একটা উপহার পেলেন, যা অন্যান্যদের কাছে স্বপ্নের মতো। আসলে ভারতীয় দলের এই অলরাউন্ডার ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের একটি স্বাক্ষরিত জার্সি।
এই স্মারকটি পেয়ে উচ্ছ্বসিত হার্দিক। তাঁর ট্যুইট-এই সুন্দর উপহারটির জন্য ম্যান ইউ-কে ধন্যবাদ। এটা সোজা আমার বাড়ির দেওয়ালে জায়গা পাবে।