কেপ টাউন: কিংবদন্তী কপিল দেবের সঙ্গে কেন তাঁর তুলনা করা হচ্ছে, সেটা ফের প্রমাণ করে দিলেন হার্দিক পাণ্ড্য। এতদিন একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে তাঁর অসাধারণ পারফরম্যান্স দেখা গিয়েছিল। এবার টেস্টেও সেটা দেখা গেল। দলের ব্যাটিং বিপর্যয়ের সময় চওড়া হয়ে উঠল তাঁর ব্যাট। পাশাপাশি বল হাতেও সাফল্য পেলেন হার্দিক। তিনি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই দুর্দান্ত অলরাউন্ডার হয়ে উঠছেন।

আজ ব্যাট হাতে দুর্দান্ত লড়াই করে ভারতীয় দলকে ম্যাচে ফেরান হার্দিক। তিনি নিশ্চিত শতরানের দিকে এগিয়ে চলেছিলেন। কিন্তু ৯৩ রান করে আউট হন। দ্বিতীয় দিন তাঁর ব্যাটিং শৌর্যের সুবাদে ভদ্রস্থ স্কোরে পৌঁছতে পারে ভারত। আজ দিনের তৃতীয় সেশনে ২০৯ রানে অলআউট হয়ে যায় ভারত। হার্দিকের পাশাপাশি লড়াই করেন ভুবনেশ্বর কুমারও। তিনি করেন ২৫ রান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৭৭ রানে পিছিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা করেছে ২ উইকেটে ৬৫ রান। ভারতের চেয়ে ১৪২ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

গতকাল দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৮। আজ বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি গতকালের অপরাজিত ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি মাত্র ১১ রান করে কাগিসো রাবাদার বলে এলবিডব্লু হয়ে যান। গতকালের অপর এক অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ২৬ রান করে ভেরনন ফিল্যান্ডারের বলে ফাফ দু প্লেসির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। রবিচন্দ্রন অশ্বিনও ফিল্যান্ডারের শিকার হন। তিনি ১২ রান করেন। ঋদ্ধিমান সাহা কোনও রানই করতে পারেননি। তিনি ডেল স্টেইনের বলে এলবিডব্লু হয়ে যান।

৯২ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় দল যখন রীতিমতো কোণঠাসা, তখনই লড়াই শুরু করেন হার্দিক ও ভুবনেশ্বর। হার্দিক একদিনের বা টি-২০ ম্যাচে যেভাবে ব্যাটিং করেন, আজও ঠিক সেভাবেই খেলেন। তাঁর এই ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও একটি ছক্কা। ভুবনেশ্বর অবশ্য মন্থর ব্যাটিং করেন। তবে এই জুটিই ভারতীয় দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। ভুবনেশ্বরকে আউট করে এই জুটি ভাঙেন মর্নি মর্কেল। হার্দিককে ফেরান রাবাদা। মহম্মদ শামি (৪ অপরাজিত) ও জসপ্রীত বুমরাহ (২) রান পাননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ফিল্যান্ডার ও রাবাদা তিনটি করে এবং স্টেইন ও মর্কেল দু’টি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার এডেন মার্করাম (৩৪) ও ডিন এলগার (২৫)। তাঁদের ফেরান হার্দিক। দিনের শেষে ক্রিজে কাগিসো রাবাদা (২) ও হাশিম আমলা (৪)। ম্যাচের এখনও তিন দিন বাকি। এই ম্যাচ বড় কোনও অঘটন ছাড়া পঞ্চম দিনে গড়াবে না। ভারতকে জিততে হলে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদেরও ভাল পারফরম্যান্স দেখাতে হবে।