নয়াদিল্লি: ভারতীয় দলে হার্ড হিটিং অলরাউন্ডার হার্দিক পান্ড্যর প্রত্যাবর্তনের ক্ষেত্রে তাঁর অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার খুব শীঘ্রই অবসান হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজেই ভারতীয় স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি। ১২ মার্চ ধর্মশালায় ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হচ্ছে। সংবাদসংস্থাকে ওয়াকিবহাল মহল সূত্র জানিয়েছে, চলতি ডিওয়াই পাটিল টুর্নামেন্ট হার্দিকের অনুশীলনের খুব ভালো মঞ্চ হিসেবে কাজ করেছে। ইংল্যান্ডে অস্ত্রোপচারের পর পিঠের চোট সারিয়ে ফিট হওয়ার চেষ্টা করছিলেন হার্দিক। ওই সূত্র জানিয়েছে, ন্যাশনাল ক্রিকেট অকাদেমি (এনসিএ)-তে রিহ্যাব এবং চলতি টি ২০ টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্সে পরিষ্কার যে তিনি ফিট এবং খুব শীঘ্রই দলে ফিরতে চলেছেন। অস্ত্রোপচারের পর রিহ্যাবের জন্য হার্দিক প্রাথমিকভাবে দিল্লি ক্যাপিটালসের ট্রেনার রজণীকান্ত শিবাগননমকে বেছেছিলেন। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার ফিজিও যোগেশ পারমার গত অক্টোবরের অস্ত্রোপচারের পর হার্দিকের ফিটনেস ফিরে পাওয়ার অগ্রগতির বিষয়ে নজর রাখছিলেন। কিন্তু বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন যে, রিহ্যাবের জন্য সব প্লেয়ারদেরই এনসিএ-তে যেতে হবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচের আগে ওয়াংখেড়েতে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করেন হার্দিক। তখন টিম ম্যানেজমেন্ট তাঁকে এনসিএ-তে যাওয়ার পরামর্শ দেয়। এনসিএ-তে রিহ্যাবের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর হার্দিক নভি মুম্বইয়ে চলটি টি ২০ টুর্নামেন্টে খেলছেন এবং ইতিমধ্যেই দুটি সেঞ্চুরিও করেছেন। হার্দিক বলেছেন, ফিটনেস যাচাই করার ক্ষেত্রে এই টুর্নামেন্ট তাঁর কাছে একটা ভালো মঞ্চ হয়ে উঠেছে।