নয়াদিল্লি: সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। করোনাভাইরাস নিয়ে বিজেপি নিশানা করেছে তাঁকে। তিনিও করোনাভাইরাসে সংক্রামিত কিনা, সন্দেহ, সংশয় প্রকাশ করে তাঁর মেডিকেল চেক আপের দাবি করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। কংগ্রেসের তরফে এই পরিপ্রেক্ষিতে জানানো হল, দেশে ফেরার পর অন্যদের মতো রাহুলের মেডিকেল স্ক্রিনিং করা হয়েছে, প্রাণঘাতী জীবাণু সংক্রমণ তাঁকে স্পর্শ করেনি, করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায়নি তাঁর শরীরে। সাম্প্রতিক হিংসায় বিধ্বস্ত উত্তরপূর্ব দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নেমেছিলেন রাহুল, তখনই তিনি ইতালি থেকে হয়তো করোনাভাইরাস নিয়ে এসেছেন বলে কটাক্ষ করেছিল বিজেপি। বিধুরি বলেছিলেন, ইতালি থেকে আসা অনেকেরই মারণ ভাইরাস সংক্রমণ প্রমাণিত হয়েছে। তাই রাহুল গাঁধীরও করোনাভাইরাস পরীক্ষা হওয়া উচিত। মাত্র ৬ দিন আগে তিনি ইতালি থেকে ফিরেছেন। করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করে রাহুলও ট্যুইট করেছেন, স্বাস্থ্যমন্ত্রী বলছেন, করোনাভাইরাস সঙ্কট ভারত সরকারের নিয়ন্ত্রণে আছে। এ যেন টাইটানিকের ক্যাপ্টেন তাঁর যাত্রীদের এই বলে অভয় দিচ্ছেন, জাহাজ ডুববে না! সময় হয়েছে, সরকার এই সঙ্কট রুখতে অ্যাকশন প্ল্যান প্রকাশ করুক, যার পিছনে পর্যাপ্ত সম্পদের ব্যবস্থাও থাকবে। দেশব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে নারী দিবসের টিজার পোস্ট করার জন্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, দেশ যখন জরুরি পরিস্থিতির মুখোমুখি, তখন সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাঁড়ামো করে ভারতবাসীর সময় নষ্ট করা বন্ধ করুন। প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসে সংক্রমণ হওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। তাইল্য়ান্ড, মালয়েশিয়া ঘুরে আসা দিল্লির এক বাসিন্দা গতকাল সকালে করোনাভাইরাস পজিটিভ প্রমাণিত হন পরীক্ষায়। আগরায় ৬ জন চিহ্নিত হন করোনাভাইরাস হওয়ার সন্দেহে। দিল্লির প্রথম যে ব্য়ক্তির পজিটিভ ধরা পড়ে, তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁরা।