নয়াদিল্লি : অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তাঁকে একা দেখতে পাওয়া যায়। তার পর থেকেই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে হার্দিক পাণ্ড্যর ব্যক্তিগত জীবন। এবার সোশ্য়াল মিডিয়ায় নাতাশা স্ত্যাঙ্কোভিচের একটি পোস্ট ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা।


অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য এমনিতেই এই মুহূর্তে তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে আলোচনায়। একদিকে টি২০ বিশ্বকাপে তাঁর নজরকাড়া পারফরম্যান্স। অন্যদিকে, তাঁকে জাতীয় দলে টি২০-র অধিনায়কত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা। তবে, শ্রীলঙ্কা সফরে তাঁকে হয়তো একদিনের সিরিজে পাওয়া যাবে না। এরই মধ্যে তাঁর স্ত্রী নাতাশা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে যাবতীয় চর্চা।


প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, হার্দিককে টি২০-র স্থায়ী অধিনায়ক করে দেওয়া হবে। তবে এখন মনে হচ্ছে অধিনায়কত্বের দৌড়ে তিনি সূর্যকুমার যাদবের পিছনে পড়ে যাচ্ছেন। কারণ, তাঁর ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। রিপোর্ট অনুযায়ী, 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে এখনই সরে দাঁড়িয়েছেন তিনি। এরই মধ্যে শোনা যাচ্ছে, স্ত্রী নাতাশা তাঁদের সন্তান অগস্ত্যকে নিয়ে সার্বিয়া উড়ে যাচ্ছেন।


ব্যাগ গোছানোর ছবি দিয়ে ইনস্টাগ্রামে নাতাশা লেখেন, "এটা বছরের সেই সময়।" বিমান ও বাড়ির ছবি-সহ ইমোজি দিয়ে সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর স্টোরি। পরে তাঁকে পুত্র অগস্ত্যকে নিয়ে বিমানবন্দরেও দেখা যায়। তবে, হার্দিককে কোথাও দেখা যায়নি। 


দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় হার্দিক-ঘরণীর একটি পোস্ট ভাইরাল হয়। নাতাশাকে বলতে শোনা যায় যে মানুষজন গোটা বিষয়টা না জেনেই খুব দ্রুত নিজেদের মনগড়া কাহিনি তৈরি করে ফেলে। নাতাশা বলেন, 'আমরা কী দ্রুত অপরদের বিষয়ে এক ভ্রান্ত ধারণা তৈরি করে ফেলি না ? লোকের কোনও বিষয়ে ভুল বুঝতে সময় লাগে না। সেই বিষয়ে তাদের কোনওরকম ধারণা থাকুক বা না থাকুক, তারা ট্রোল করতে ঝাঁপিয়ে পড়ে। আমরা ঠিক, ভুল, সত্যি, মিথ্যা বিচার বিবেচনা না করেই নিজেদের ধারণা তৈরি করে ফেলি। এত দ্রুত কোনও ধারণা তৈরি করা উচিত নয়।'


এদিকে রোহিত শর্মার পর সূর্যকুমার যাদব ভারতের পরবর্তী টি২০ অধিনায়ক হতে পারেন। রোহিতের নেতৃত্বে সবে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। তারপরে একযোগে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার সঙ্গে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।