Foldable Phone: চিনের সংস্থা Huawei ফোল্ডেবল ফোনের (Foldable Phones) দুনিয়ায় এমন এক ডিভাইস লঞ্চ করতে চলেছে যা গ্রাহকদের একের পর এক চমক দেবে। শোনা যাচ্ছে, Huawei সংস্থার আসন্ন ফোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphones) তিনবার ভাঁজ বা ফোল্ড করা যাবে (Tri Fold Phone)। সব মিলিয়ে ১০ ইঞ্চির স্ক্রিন থাকবে এই ফোনে। এই ফোল্ডেবল ফোন নিয়ে ইতিমধ্যেই Huawei সংস্থার কাজকর্ম শুরু করেছে বলে খবর। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে যদি সত্যিই Huawei সংস্থার এই ট্রাই-ফোল্ড স্মার্টফোন লঞ্চ হয় তাহলে বিভিন্ন সংস্থার ট্যাবলেট এবং অ্যাপেলের আইপ্যাডের 'ছোট সংস্করণ'- এর সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে ওই ডিভাইস। Huawei সংস্থা যদিও তাদের এই নতুন ফোল্ডেবল ফোনের নাম কিংবা লঞ্চের কোনও সময়কাল ঘোষণা করেনি। কিন্তু একবার যখন শোনা গিয়েছে যে Huawei সংস্থার তিনবার ফোল্ড করা যাবে এমন একটি ফোন নিয়ে কাজ করা শুরু করেছে তখন অনুমান এই ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হবে।
Huawei সংস্থা যদিও তাদের এই তিনবার ফোল্ড করা যাবে ফোন সম্পর্কে এখনও কিছুই ঘোষণা করেনি। এক চিনা টিপস্টারের মাধ্যমে এই তথ্য ফাঁস হয়েছে। যেহেতু এই ফোনে ১০ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে, ফোন তিনবার ফোল্ড করা যেতে পারে, অতএব নিঃসন্দেহে এই ফোনের দামও হবে আকাশছোঁয়া। তাই এই ফোন লিমিটেড এডিশনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু Huawei একটি চিনা সংস্থা তাই এই ফোল্ডেবল ফোন চিনে লঞ্চ হবে এটা মোটামুটি নিশ্চিত। তবে গ্লোবাল মার্কেটে এবং ভারতে আদৌ Huawei সংস্থার এই ট্রাই ফোল্ড ফোন লঞ্চ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
বিশ্ব জুড়ে ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে ফোল্ডেবল স্মার্টফোন। এই তালিকায় উপরের দিকে রয়েছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এবং ফ্লিপ ফোন। ভারতেও দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং ফোল্ডেবল এবং ফ্লিপ ফোন লঞ্চ করেছে। মোটোরোলা এবং ওয়ানপ্লাসের ও ওপ্পো - তিনটি সংস্থার ফোল্ডেবল ফোনও লঞ্চ হয়েছে দেশে। আগামী দিনে চিনের কোম্পানি Huawei ভারতে তাদের এই ট্রাই-ফোল্ড ফোন লঞ্চ করে কিনা সেটাই এখন দেখার।
আরও পড়ুন- একসঙ্গে চারটি ডিভাইস লঞ্চ করল ওয়ানপ্লাস, কী কী হাজির ভারতে, দেখে নিন তালিকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।