দেখুন: চোট সারিয়ে স্বমেজাজে হার্দিক পান্ড্য, মুম্বইয়ে টি ২০ টুর্নামেন্টে ৩৭ বলে ঝোড়ো সেঞ্চুরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Mar 2020 09:33 PM (IST)
মুম্বইয়ে একটি টি ২০ টুর্নামেন্টে ৩৭ বলে ঝোড়ো সেঞ্চুরি হার্দিক পান্ড্যর। ব্যাটের দাপট দেখিুয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় স্কোয়াডে প্রত্যাবর্তনের দাবি জোরাল করলেন এই অলরাউন্ডার।
নয়াদিল্লি: মুম্বইয়ে একটি টি ২০ টুর্নামেন্টে ৩৭ বলে ঝোড়ো সেঞ্চুরি হার্দিক পান্ড্যর। ব্যাটের দাপট দেখিুয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় স্কোয়াডে প্রত্যাবর্তনের দাবি জোরাল করলেন এই অলরাউন্ডার। গত বছর অস্ত্রোপচার হয়েছিল তাঁর। ফিটনেস টেস্টে উতরোতে না পারায় নিউজিল্যান্ড সফরে স্কোয়াডে সুযোগ পাননি তিনি। ডিওয়াই পাটিল টি ২০ কাপে গ্রুপ সি-র ম্যাচে সিএজি-র বিরুদ্ধে রিলায়েন্স ১-এক হয়ে মাত্র ৩৯ বলে ১০৫ রান করলেন তিনি। তাঁর ব্যাটে ভর করে দল ২০ ওভারে করে ৫ উইকেটে ২৫২ রান। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও ১০ টি বিশাল ছয়। ওই ইনিংসের পর হার্দিক বলেছেন, প্রায় ছয় মাস খেলা থেকে দূরে থাকার পর যেভাবে আগের জায়গায় ফিরে আসছেন, তাতে তিনি খুশি। তিনি বলেছেন, আমার মতো খেলোয়াড়ের কাছে এটি একটা দারুণ মঞ্চ। ছয় মাস খেলা থেকে দূরে ছিলাম। দীর্ঘদিন পর এটা আমার দ্বিতীয় ম্যাচ। এখন কেমন অবস্থায় রয়েছি, তা জেনে নেওয়ার এবং শরীরকে পরীক্ষা করে নেওয়ার এটি একটা ভালো মঞ্চ। যেভাবে সবকিছু এগোচ্ছে, তাতে আমি খুশি। চোটের আগে সমস্ত ফরম্যাটেই ভারতীয় দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছিলেন হার্দিক। অস্ত্রোপচারের পর ম্যাচ ফিটনেস ফিরে পেতে কঠোর রিহ্যাবের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।