নয়াদিল্লি: আজ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (T-20 Series) সিরিজ। প্রথম ম্য়াচে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jetly Stadium) আজ মুখোমুখি হবে ২ দল। সিরিজ শুরুর আগেই গতকাল ধাক্কা খেয়েছে ভারতীয় শিবির। কে এল রাহুল (K L Rahul) ও কুলদীপ যাদব চোটের জন্য ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। ঋষভ পন্থের ওপর দায়িত্ব এসে বর্তেছে নেতৃত্বের। অন্যদিকে সহ অধিনায়ক বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। আইপিএলে গুজরাত টাইটান্সকে প্রথমবারেই চ্যাম্পিয়ন করার পেছনে হার্দিকের অবদান বিশাল। নেতৃত্বে নিজের ছাপ রেখেছেন। তাই জাতীয় দলেও নতুন চ্যালেঞ্জ এবার সামনে। তবে হার্দিকের কেরিয়ারে সবচেয়ে বড় সমস্যা তাঁর ফিটনেস। তাই প্রোটিয়া সিরিজের আগে হার্দিকের ফিটনেসের খেয়াল রাখতে বলেছেন আশিস নেহরা।
কী বলছেন নেহরা?
গুজরাত টাইটান্সের কোচ হিসেবে আশিস নেহরা খুব সামনে থেকে দেখেছেন হার্দিককে। আইপিএলে বল হাতে সাফল্য পেলেও টানা ৪ ওভার প্রতি ম্যাচে বল করতে হয়নি হার্দিককে। তবে ভারতীয় দলে অলরাউন্ডার হিসেবেই জায়গা পেয়েছেন। কিন্তু নেহরা মনে করেন যে ৪ ওভার কোটা পূরণ করার কথা ভাবা উচিত না হার্দিকের। এক সাক্ষাৎকারে নেহরা বলেন, ''আমি এর আগেও বলেছি, আবারও বলছি হার্দিক একজন ব্যাটার হিসেবে যে কোনও ফরম্যাটে একদম পারফেক্ট। কিন্তু টি-টোয়েন্টিতে ওকে দলে নেওয়া হয়েছে যাতে ও বল করতে পারে। হার্দিক বল করলে দলেরই ভাল। কিন্তু তবুও আমি বলব যে প্রতি ম্য়াচে ৪ ওভার করে বল করার চাপটা ওর একদমই নেওয়া উচিত নয়। তার থেকে ভাল হার্দিককে ষষ্ঠ বোলিং বিকল্প হিসেবে নেওয়া যেতে পারে।''
উল্লেখ্য, আর কিছুক্ষণ পরেই শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে নামার আগের দিনই বিশাল ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। কে এল রাহুল ছিটকে গিয়েছেন চোটের জন্য। চোটের জন্য পাওয়া যাবে না কুলদীপ যাদবকেও। এই পরিস্থিতিতে তরুণ দল নিয়ে কতটা লড়াই দেবেন পন্থ, তা সময়ই বলবে।
আরও পড়ুন: ''একজন পুরুষ ক্রিকেটারকে প্রশ্নটা করেছেন কখনও'', মিতালির উত্তর চমকে দিয়েছিল সবাইকে