কলকাতা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। লকডাউন মিটলেও এরপর আর কোটপতি লিগের আয়োজন করা সম্ভব হবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। অনেকেই ধরে নিয়েছেন এবছর আর আইপিএল হচ্ছে না। এই পরিস্থিতিতে কার্যত বাড়িতেই অবসর যাপনে ক্রিকেটাররা। ইনস্টাগ্রামে ভিডিও সেশন, ফেসবুক লাইভে নিজেদের রোজনামচা তুলে ধরছেন তারকারা। এমনই এক ইনস্টাগ্রাম লাইভে পুরনো বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য।


দুই পাণ্ড্য ভাই হার্দিক ও ক্রণালকে নিয়ে ইনস্টা লাইভে এসেছিলেন দীনেশ কার্তিক। সেখানেই ওঠে কফি উইথ করণের প্রসঙ্গ। অলরাউন্ডার হার্দিক সেই শো প্রসঙ্গে বলেন, “আমিও এক কাপ কফি খেয়েছিলাম। যার বিরাট মূল্য আমাকে চোকাতে হয়েছে।” আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “এখনও পর্যন্ত স্টারবাকস যত কফি বিক্রি করেছে, তার হিসেব করলে দেখা যাবে আমারটাই সবথেকে দামি ছিল।”


এই কফি উইথ করণ-এ মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের কারণে বিপাকে পড়তে হয়েছিল হার্দিককে। শুধু হার্দিকই নন, ওই শো-তে সামিল ছিলেন আরও এক ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলও। শাস্তিও হয়েছিল এই দুই তারকার।



এই লাইভে আইপিএল হওয়ার পক্ষে সওয়াল করতে শোনা যায় ক্রুণাল পাণ্ড্যকে।  যার প্রত্যুত্তরে দীনেশ কার্তিক আবার মশকরা করে বলেন, “কোটিপতি লিগ না হলে সবথেকে বেশি ক্ষতি হবে পাণ্ড্য পরিবারের।”


প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি সময়েই আইপিএল শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার কারণ কেন্দ্র সরকার লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার কথা ঘোষণা করে। যার ফলে ১৩তম আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।