বেঙ্গালুরু: লকডাউন চলাকালীন অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সব দোকান বন্ধ। রেস্তোরাঁ-পানশালাও খোলা নেই। মদ বিক্রি পুরোপুরি বন্ধ। কিন্তু এরই মধ্যে বেঙ্গালুরুর একটি বন্ধ পানশালায় হানা দিল একদল চোর। তারা অবশ্য টাকা নেয়নি। নিয়ে গিয়েছে ৩০ বোতল মদ।

ওই পানশালার মালিক প্রসন্ন জানিয়েছেন, ‘ভোর সাড়ে তিনটে নাগাদ আমার পানশালার পাশের বাড়ির এক ভদ্রলোক ফোন করে জানান, পানশালার মধ্যে থেকে অদ্ভুত শব্দ আসছে। গত মাসে আবগারি দফতরের কর্তারা এসে পানশালা বন্ধ করে দেন। ফলে ভিতরে কারও থাকার কথা নয়। আমি গিয়ে দেখতে পাই, চোরেরা ঘুলঘুলি দিয়ে পালিয়েছে।’

এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘চোরেরা ওই পানশালার পাশের বাড়ি থেকে মই এনে তার সাহায্যে বারান্দায় ওঠে। সেখান থেকে ওরা ঘুলঘুলি দিয়ে পানশালার ভিতরে ঢোকে। তদন্তে গিয়ে আমরা টেবলের উপর তিনটি খালি গ্লাস ও একটি হুইস্কির বোতল দেখতে পাই। এর অর্থ হল, চোরেরা ওই পানশালায় বসে মদ খাওয়ার পর ৩০টি বোতল নিয়ে পালিয়েছে। আবগারি দফতর পানশালাটি সিল করে দিয়ে যাওয়ায় সিসিটিভি ক্যামেরাও বন্ধ ছিল। ফলে চোরেদের ছবি পাওয়া যায়নি।’